Advertisment
Presenting Partner
Desktop GIF

'দস্যু এলেও আর ভয় পাই না..', সম্পর্কের অসুখ থেকে আমৃত্যু সঙ্গ! ছেলে রাজ্যকে খোলা চিঠি পরীমণির

'আমার সত্যিকারের বীরপুরুষ হও...' নিজের চিঠিতেও স্বামী রাজের কথা উল্লেখ করলেন পরী

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pori moni son rajya birthday see video, pori moni, pori moni son rajya, pori m oni controversy, পরীমণি, পরীমণির ছেলে রাজ্য, rani mukherjee, rani mukherjee news, rani , trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

ছেলেকে কি বললেন পরী

সময় কতকিছুই যেন বদলে দেয়। সম্পর্ক বদলে যায়, হাজার বাঁধা দেওয়াল হয়ে দাঁড়ায় জীবনে। কিন্তু মা এবং তাঁর সন্তানের সম্পর্ক যেন একই থাকে। ছেলে রাজ্যর জন্মদিনে সেকারণেই মনের সমস্ত কথা উজাড় করলেন পরীমণি।

Advertisment

একবছরে অনেক কিছু দেখেছেন। সন্তানের মা হওয়ার পর থেকে চর্চা বিতর্ক, সম্পর্কে ভাঙন। কিন্তু, তাঁর ছেলে? সবকিছুর মাঝেও সবটা স্বস্তির নিঃশ্বাস যেন সেই একরত্তিই। তাই তো, খোলা চিঠিতে ছেলেকে সমস্ত কিছু বললেন তিনি। সেই একদিন বয়স থেকে, আজ একবছর। নানা মুহূর্তের ছবি একটি ভিডিওতে জুড়ে খোলা চিঠিতে ছেলেকে কী কী বললেন তিনি?

ছেলে যখন বড় হবে, তখনই সে সবটা জানতে পারবে এই ভেবেই প্রথম দিন থেকে সম্পর্কের টানাপোড়েন এমনকি বাবা রাজের উল্লেখ করতেও ভুল হল না তাঁর। পরী বললেন, "দুঃখ আমায় আজ ছুঁতেই পারে না। তোমার সঙ্গে এক রঙিন রাজ্য আমার। রবীন্দ্রনাথের কবিতার উল্লেখ করে বললেন, পথে যত দস্যু আসুক, তুমি বলবে, আমি আছি! ভয় নেই মা...আমার সত্যিকারের বীরপুরুষ হয়ো তুমি। আমার সকল শুন্যতার পাশে তুমি এক আশা হয়ে জুড়ে গিয়েছ।"

আরও পড়ুন < চঞ্চলের সঙ্গে খুনসুটি, অপু দিলেন লাখ টাকার উপহার! রাজ্যর জন্মদিনে তুলকালাম পরীমণির >

গত একবছরে, প্রতি মাসেই ছেলের জন্মদিন পালন করে পরী। একটা সময় তাতে সামিল হতেন রাজ। আর, এখন তাঁর চিহ্নও নেই। ছেলের জন্মদিনের আয়োজনে সকলে থাকলেও উপস্থিত ছিলেন না রাজ। শেষ কিছু মাসে নানা বিতর্ক, এমনকি গুরুতর অভিযোগ উঠেছিল রাজকে ঘিরে। সেই কথাও ছেলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। বললেন, "প্রথম মাস থেকে আজ একবছর.. যেভাবে মাস চলে যায়। তেমনই মানুষও ছেড়ে চলে যায়। বদল আসে সম্পর্কে। মা বেচেঁ না থাকলেও নিজের জন্মদিন এভাবেই উদযাপন করো তুমি।"

ছেলে যেন মানুষ হন, পৃথিবীর জন্য আলোর বাহক হন...পরী মনের সমস্ত কথা তুলে ধরলেন তাঁর খোলা চিঠিতে। মা থাকুক আর না থাকুক নিজের জন্মদিনে যেন সকলকে নিয়ে আনন্দে থাকে সে, এমনও বলতে শোনা গেল 'মা' পরীমণিকে।

tollywood Entertainment News Pori Moni
Advertisment