Pori Moni: 'ভেবেছিলাম ঢাকা শহর থেকে দূরে চলে যাব...', জন্মদিনে ভালবাসার মাঝেও আক্ষেপ, চোখে জল পরীমণির

Pori Moni Bangladesh news: জন্মদিনের পাশাপাশি তার সোশ্যাল মিডিয়াতেও প্রায় ১.৬ মিলিয়নের ফ্যামিলি কমপ্লিট হয়েছে। ফলে পরীমণির আনন্দ যে বাধনছাড়া, সে কথা বলাই যায়। অভিনেত্রী লাইভে এসে জানালেন যে আজকে তার খুব আনন্দের দিন।

Pori Moni Bangladesh news: জন্মদিনের পাশাপাশি তার সোশ্যাল মিডিয়াতেও প্রায় ১.৬ মিলিয়নের ফ্যামিলি কমপ্লিট হয়েছে। ফলে পরীমণির আনন্দ যে বাধনছাড়া, সে কথা বলাই যায়। অভিনেত্রী লাইভে এসে জানালেন যে আজকে তার খুব আনন্দের দিন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pori moni, pori moni son, pori moni bangladesh

Pori Moni- জন্মদিনে কেন এমন কথা বললেন পরী?

গতকাল রাতে ঘড়ির কাঁটা বারোটা পার করতেই, পরীমণি লাইভে এলেন। এবং এসে বেশ কিছু কথা বললেন। অল্প একটু সাজুগুজু, সঙ্গে খুব সুন্দর একটি ডেকোরেশন, বাংলাদেশের চর্চিত অভিনেত্রীকে দেখা গেল একদম অন্যরকম ভাবে। কারণ আজ তার জন্মদিন।

Advertisment

তাকে নিয়ে সবসময় খুব আলোচনা এবং সমালোচনা হয়ে থাকে। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে জানার আগ্রহ মানুষের কম নয়। দুই সন্তানকে নিয়ে এখন পরীমণি ঠিক যেভাবে সময় কাটান, অনেক অভিনেত্রী পারেন না। নিজের ছেলের পরেও, অভিনেতা কন্যা সন্তান দত্তক নিয়েছেন। তবে এ বছরে তাঁর জন্মদিন উপলক্ষে বিশেষ কিছু প্ল্যান ছিল। 

জন্মদিনের পাশাপাশি তার সোশ্যাল মিডিয়াতেও প্রায় ১.৬ মিলিয়নের ফ্যামিলি কমপ্লিট হয়েছে। ফলে পরিমনির আনন্দ যে বাধনছাড়া, সে কথা বলাই যায়। অভিনেত্রী লাইভে এসে জানালেন যে আজকে তার খুব আনন্দের দিন। এবং তার ছেলেমেয়েরাও বেশ মজায় রয়েছেন কারণ চারপাশে অনেক লোক দেখতে পাচ্ছেন। কিন্তু এ বছর জন্মদিনে তার বিশেষ কোনো প্ল্যান ছিল বলেই তিনি জানিয়েছেন।

Advertisment

অভিনেত্রীর কথায়, তিনি এবার ঘটা করে জন্মদিন পালন করতে চাননি। এবং তার একটাই কারণ তার নানু ভাই তার সঙ্গে নেই। যে মানুষটি তার জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে ছিলেন, যার হাতে হাত রেখে বরাবরের মতো তিনি কেক কেটে এসেছেন, এই মানুষটি আর বেঁচে নেই, তাই নিজের জন্মদিন নিয়ে বাড়াবাড়ি করার কোন রকম ইচ্ছা পরীমনির ছিল না।

অভিনেত্রী বললেন, "আমি আসলে মনস্থির করতে পারছিলাম না যে কেক কেটে আমার জন্মদিনটা কিভাবে পালন করব। সব সময় নানু ভাই আমার সঙ্গে ছিলেন। এ বছর সেটা নয় বলেই আমি ভেবেছিলাম ঢাকা শহর থেকে অনেক দূরে কোথাও চলে যাব। শুধু সঙ্গে আমার ছেলে মেয়ে থাকবে। আর আপনারা, যারা আমাকে সব সময় ভীষণ ভালোবাসা দিয়ে এসেছেন। সমস্ত কিছুর ঊর্ধে গিয়ে আমাকে সাপোর্ট করে এসেছেন, তাদেরকে সঙ্গে রাখবো আমার এই বিশেষ দিনে।"

 

Posted by Pori Moni on Wednesday, October 23, 2024

অভিনেত্রী আরও বলে চললেন, "আপনারা অনেকেই জানেন যে আমি প্রতি বছর আমার মতো করে জন্মদিনটা পালন করি এবং তাতে অনেক উৎসবে এবং আনন্দ জড়িত থাকে। আমার ইন্ডাস্ট্রির কাছের মানুষজন পরিবার বন্ধু বান্ধব সকলেই সেখানে সামিল হন। কিন্তু এ বছর আমি একদম অন্য কিছুই ভেবে রেখেছিলাম। তবে এখানে সবাই আমাকে যেভাবে সারপ্রাইজ করে দিল। আমি না এখান থেকে ছেড়ে যেতে পারি নি।" এরপরই, পরীমনি সকলের সঙ্গে দাঁড়িয়ে কেক কাটেন। এবং ছেলেমেয়ের সঙ্গে কিছু একটা মুহূর্তও শেয়ার করে। তার পাশাপাশি তিনি এও জানিয়ে দেন যে এই ফেসবুক লাইভটা শুধুমাত্র তার, এক্সটেন্ডেড সোশ্যাল মিডিয়া ফ্যামিলির জন্য। যারা তাকে হিসেব না করেই ভালোবাসা দিয়ে এসেছেন।"

উল্লেখ্য অভিনেত্রীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। কাজের দিক দিয়ে 'রঙ্গিলা কিতাব' রিলিজ করতে চলেছে খুব শীঘ্রই। সব মিলিয়ে এখন তিনি বেশ ব্যস্ত।

Bangladesh Actress Pori Moni Pori Moni