একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন, বিয়ে করেছেন, কিন্তু সম্পর্কে টেকা হয়নি তাঁর। বাংলাদেশের চর্চিত এবং বিতর্কিত অভিনেত্রী পরীমণি নিজের জীবনে এই প্রেম ভালবাসা এবং কথা দেয়ানেয়া নিয়ে বেশ ভুগছেন তিনি। যদিও, এখন এসব থেকে বেরিয়ে এসেছেন এবং দুই সন্তানকে নিয়ে আলাদাই সুখের ঘর বেঁধেছেন তিনি।
অভিনেত্রী এখন প্রেমের নাম শুনলেও দীর্ঘশ্বাস ফেলেন। বারবার সব সাক্ষাৎকারে জানিয়েছেন, একা ছেলেমেয়েদের নিয়েই ঠিক আছেন তিনি। এখন আর কারওর সঙ্গে থাকার কথা ভাবেন না। কিন্তু, জীবনের সেসব দিনের কথা ভোলেন না, যখন কাউকে ভুল কথা দিয়েই ফ্যাসাদে পড়েছিলেন। তাই আজ প্রমিজ ডের দিন, অভিনেত্রীকে এমন কিছু সমাজ মাধ্যমে লিখতে দেখা গেল, যে চমকে যেতে হয়। তিনি সমাজ মাধ্যমে লিখছেন...
আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস-প্রথম, আপনার একাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে। দ্বিতীয়, আপনার পার্সোনাল সিক্রেট (আপনি কিসে দুঃখ পান, কিসে আপনার আনন্দ, মোটকথা আপনার সমস্ত ইমোশন) যে বা যারা জানবে। এবং শেষ, আপনি যে বা যাদেরকে আপনার খুব কাছের মানুষ বলে জানবেন । ব্যাস এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে, যদি না সেই মানুষ/ মানুষেরা সঠিক না হয়।
কাছের মানুষরা সঠিক না হলে, যে জীবনে কতোটা সমস্যা আসে, এবং বিশ্বাস ভঙ্গ হলে তো আর কথাও নেই। কিন্তু, মানুষ যখন কথা দিয়ে এবং শুনে ভোগেন, তারপর বাকিদের দোষারোপ করেন, এতে আসল দোষী কে? নিজেই নয় কী? ভুল মানুষকে জীবনে টেনে নিয়ে আসেন নিজেরাই। অভিনেত্রী শেষে লিখছেন, "আপনি ভুল মানুষে বিশ্বাস/ভরসা করবেন, মার খেলে তাদের দোষ দেবেন এটা তো ঠিক না বস! তাই, সমস্ত সমস্যা আপনার’ই।"
কিন্তু এখন পরী, নিজের জীবনে খুব কম মানুষদের মধ্যেই বেঁচে আছেন। তাঁদেরকে নিয়ে মাঝেমধ্যে দেশের বাড়িতে যান, আবার কখনো তাঁকে দেখা যায় নানুর বাড়িতে গিয়ে মাটির উনুনে রান্না করতে। কিন্তু, অভিনেত্রী যে প্রেম থেকে মুখ ঘুরিয়েছেন, সেকথা সাফ জানিয়েছেন।