Pori Moni: মধ্যরাতে লাল কন্যে পরীমণি, পরিচয় করিয়ে দিলেন ভালবাসার সঙ্গে...

Pori Moni: শরিফুল রাজের সঙ্গে বিয়ের শুরুর দিকটা খুব সুখকর হলেও বাকি সময়টা বেশ অত্যাচারে কেটেছে। বেশ অনেকবার হাসপাতাল বাড়ি করতে হয়েছে তাঁকে। কিন্তু, তিনি সাফ জানিয়েছেন যে, আর সম্পর্কে জড়াতে চান না।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
porimoni-bangladesh

porimoni-bangladesh: কাকে দেখালেন পরীমণি? Photograph: (ফেসবুক )

তাঁর সংসার যখন ভেঙেছিল, তখন অনেকেই সতর্ক করেছিলেন আর যেন প্রেম কিংবা ভালবাসার ফাঁদে তিনি পা না দেন। বাংলাদেশের নায়িকা পরীমনি গানে ব্যক্তিগত জীবনের কারণে বেজায় চর্চায় থাকেন। আর এবার তো এমন একজনকে দিয়ে নতুন শুরু করালেন...

Advertisment

শরিফুল রাজের সঙ্গে বিয়ের শুরুর দিকটা খুব সুখকর হলেও বাকি সময়টা বেশ অত্যাচারে কেটেছে। বেশ অনেকবার হাসপাতাল বাড়ি করতে হয়েছে তাঁকে। কিন্তু, তিনি সাফ জানিয়েছেন যে, আর সম্পর্কে জড়াতে চান না। বরং, তাঁর দুই সন্তানকে নিয়ে সুখে সময় কাটাতে চান। কিন্তু আবার কি তিনি প্রেম করছেন? বাংলাদেশের অন্দরে কান পাতলে সেরকম গুজব উড়লেও, বর্তমানে তিনি নিজের নতুন নিয়ে শুরু।

অভিনেত্রী কিছুদিন আগেই নতুন ব্র্যান্ডের লঞ্চ করেছেন। আর সেটি সকলের জন্যই। নতুন মায়েদের জন্যও ভেবেছেন তিনি। অভিনেত্রী মধ্যরাতে লাল রঙের শাড়ি পরে এলেন, এবং তখনই পরিচয় করিয়ে দিলেন একজন অচেনা ব্যক্তির সঙ্গে। এবার প্রশ্ন উঠছে তিনি আসলে কে? পরনে লাল রঙের শাড়ি, সেজেগুজে তিনি একজন ডাকলেন। তাঁর আগে তাঁকে এমনি বলতে শোনা গেল, যে এবার আমি আমার ভালবাসার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। এবং তারপরই তাঁকে ডাক দিলেন। অভিনেত্রীর পাশে এসে সে বসল।

 

Advertisment

যদিও মুখ ঢাকা ছিল সেই ব্যক্তির। কিন্তু, তারপর পরীমনি নিজেই বললেন, যে মুখ ঢেকে কেন? আমার ভ্যালেন্টাইনকে দেখাবি না? এবং সেই ব্যক্তি মুখ থেকে পর্দা সরাতেই অনেকে ধরে নিয়েছেন, এই হয়তো বা তাঁর বন্ধু। যদিও বা বাংলদেশে পরীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, না তিনি সেই ব্যক্তি যাকে পর্দায় দেখা গিয়েছে, তাঁর সঙ্গে সম্পর্কে নেই। আসলে, বর্তমানে তাঁর  ভ্যালেন্টাইন তাঁর নতুন ব্র্যান্ড বডি। এখানেই শেষ না। অভিনেত্রী হাসিমুখেই সকলের সঙ্গে সেই ব্যক্তির পরিচয় দিলেন।

পরীর ঘনিষ্ঠ সূত্র বলছে, এই ব্যক্তি কেবল তাঁর বন্ধুই। এখন তিনি সম্পর্কে আছেন নাকি না সেটা পরে বোঝা যাবে।

Actress Pori Moni Pori Moni