একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে পরীমণির জীবনে। গতকাল খবরে এল তাঁর প্রথম স্বামী মারা গিয়েছেন পথ দুর্ঘটনায়। আর এবার, তাঁর আরেক কাছের মানুষ তাঁকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। অভিনেত্রীর জীবনে আজকের দিনটা এমনিতেই খুব কষ্টের। কারণ, তাঁর নানু এদিন গতবছর তাঁকে রেখে ঈশ্বরের কাছে চলে যান।
আর সেই একই তারিখে পরীকে ছেড়ে গেলেন তাঁর ওস্তাদ। যার হাত ধরে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তিনি। সেই মানুষটিকে হারিয়েই যেন পরীর শব্দ কম পড়ছে নিজের মনের কথা বলতে। গতবছর এইদিনেই তাঁর নানু চলে গিয়েছিলেন না ফেরার দেশে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পরিচালক, শাহ আলম মন্ডলের প্রয়াণে শোকে আচ্ছন্ন পরী। অভিনেত্রীর নিজের সমাজ মাধ্যমেই সেকথা লিখেছেন।
শাহ আলমের সঙ্গে নিজের সিনে কেরিয়ার শুরু করেছিলেন পরী। তাঁর ভালবাসার সীমাহীন ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। ফলে, এক অর্থে সত্যিই তিনি তাঁর গুরু। তাঁর প্রয়াণে অভিনেত্রী লিখছেন, "ওস্তাদ আপনিও চলে গেলেন! আজকের দিনেই আমার নানা চলে গেলো। আপনি ও …মাফ করে দিয়েন ওস্তাদ আমাদের শেষ দেখা হলোই না।" গতকাল তাঁর প্রাক্তন স্বামী আর আজ তাঁর ওস্তাদ।
একে তাঁর প্রাক্তন স্বামী এবং তাঁকে নিয়ে যে ধরনের খবর প্রকাশ্যে হয়েছে, তা বেশ ব্যাথা দিয়েছে পরীকে। ইসমাইলের সঙ্গে স্বামীর সম্পর্ক না থাকলেও, তাঁর সঙ্গে একসঙ্গে বড় হয়েছেন তিনি। পরী গতকাল বাড়ি গিয়ে, যে তাঁর এমন খবর শুনবেন যেন ভাবতেও পারেননি। অভিনেত্রী বাংলাদেশের সংবাদমাধ্যমে জানিয়েছেন...
"আমরা একসঙ্গে বড় হয়েছি। আমার থেকে ও ৫-৬ বছরের বড়। সম্পর্কটা আমাদের দারুণ ছিল। বাড়িতে গেলাম যখন, সেদিনই মা বলল, ইসমাইল বাইক এক্সিডেন্ট করেছে। আমি তো অবাক। পরে বলেন, ও মারা গিয়েছে। আমি এসছিলাম নানুর একবছরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আর এসে ওর মৃত্যু খবর শুনলাম।" এখানেই শেষ না। অভিনেত্রী তাঁকে জড়িয়ে যে ধরনের মন্তব্য করা হচ্ছে, সেই নিয়েও বললেন।
ইসমাইল তাঁর প্রথম স্বামী। তখনও তিনি পরীমণি না, কেবল একজন সাধারণ মানুষ। সেই বিয়ে টেকেনি একেবারেই। তারপর, একাধিক বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু, তাও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চর্চা হতে আপত্তি পরীর। তিনি জানান... "আমদের সংসার পরিবার সব আছে। একটা মানুষের মৃত্যুর পর যেভাবে আমায় জড়িয়ে খবর করা হচ্ছে। এভাবে আমরা কি অসম্মান করার অধিকার রাখি? এভাবে যদি খবর করতে হয়, আমিও তো মানুষ। আমারও তো আবেগ আছে। আমার কষ্ট হয় না? একটু ভিউজের আশায় আমরা এমন করব? মানবিক মূল্যবোধ কি নেই আমাদের?"