Advertisment

Pori Moni: 'যে যে খোঁটা আমায় দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ!' অকপট পরীমণি

ভবিষ্যতে সব কিছুরই হিসাব করবেন অভিনেত্রী শেখানো জানিয়ে দিয়েছেন। কী কী হিসাব করবেন এখন থেকেই তার মাথায় ঘুরছে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Pori Moni shared how she blamed she can do anything in future Bangladesh actress news

ঠিক কী কী খোঁটা দেওয়া হয় পরীকে?

তিনি বাংলাদেশের অন্যতম চর্চিত অভিনেত্রী। পরীমণিকে নিয়ে সমাজমাধ্যম সব সময় খুব সরগরম থাকে। যদিও বা আগে তাঁকে নিয়ে বিতর্কের মাত্রা বেশি থাকলেও বর্তমানে সেই মাত্রা কমে গিয়েছে। দুই সন্তানকে নিয়ে তার সংসার এখন পরিপূর্ণ।

Advertisment

কিন্তু ভবিষ্যতে সব কিছুরই হিসাব করবেন অভিনেত্রী শেখানো জানিয়ে দিয়েছেন। কি কি হিসাব করবেন এখন থেকেই তার মাথায় ঘুরছে। গত বছর তার ছেলে জন্মদিনে প্রচুর খরচ করেছিলেন পরীমণি। সে নিয়েও অনেকে আওয়াজ তুলেছিলেন এত টাকা পেলেন কোথা থেকে? যদি পরবর্তীতে সে বিষয় খোলসা করে দেন অভিনেত্রী। কিন্তু তার নাকি অনেক টাকা অনেক বাড়ি এবং অনেকগুলো গাড়ি, এই বিষয়ে অভিনেত্রীর বক্তব্য ঠিক কি?

শেষ এক বছরে অনেকগুলো কাজ করেছেন। তার মধ্যে ওয়েব সিরিজের পাশাপাশি সিনেমা, এবং হইচই এর নানান প্রজেক্টে রয়েছেন তিনি। দুই সন্তানকে বড় করতে করে লাগাতার পরিশ্রম করে চলেছেন। কিন্তু তাকে যে যে বিষয়ে ব্লেম দেওয়া হয়েছে, এসব একদিন পূরণ করবেন তিনি সব জানিয়েছেন। অর্থাৎ তার প্রতি সকলের যে অভিযোগ কিংবা দাবি যে তার নাকি অনেকগুলো বাড়ি অনেক টাকা, এটাই একদিন সত্যি করে দেখাতে চান।

অভিনেত্রী বলেন... "যতটুকু পারছি চালিয়ে যাচ্ছি। আমার আহামরি কোন টাকা নেই। কিন্তু আহামরি টাকা আমি একদিন বানাবো ইনশাল্লাহ। যতগুলো ব্লেম আমাকে দেওয়া হয়েছিল, যে আমার নাকি অনেকগুলো বাড়ি অনেকগুলো গাড়ি, চুটিয়ে কাজ করে সে সবকিছু আমি পূরণ করব। বাকি যদি টাকার প্রশ্ন হয় তাহলে আমার ব্যাংকের লোকেরা জানে যে আমার কত টাকা আছে।"

অভিনেত্রী স্পষ্ট কথার স্পষ্ট জবাব দিতেই পছন্দ করেন সব সময়। গতকাল ছেলে পদ্মর দু বছরের জন্মদিন পালন করেছেন তিনি। নিজের কাজের ফাঁকে এই দুই সন্তানকে নিয়ে এখন তা সারাদিন কেটে যায়। তারপরে বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, অভিনেত্রী সেই প্রসঙ্গ জানিয়েছিলেন, কি একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে। নিজের বাড়ির বারান্দায় পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারছেন না।

tollywood Entertainment News Pori Moni
Advertisment