Advertisment
Presenting Partner
Desktop GIF

'কীসের এত আটকে রাখার দায়...', ছেলের স্বার্থেই প্রশ্ন তুললেন পরীমণি?

ছেলের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলেন পরীমণি!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
porimoni, porimoni actress, porimoni bangladeshi actress, bangladeshi actress, porimoni news, porimoni bangladesh, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

পরীর পদ্ম!

পরীমণি, বাংলাদেশের চর্চিত নাম। কথায় বলে, অভিনেত্রী অনেকেই হয় কিন্তু নক্ষত্র সকলে হয় না। ঢালিউড বিনোদন জগতের নাম নিতে গেলে পরীমণিকে উল্লেখ করা হবে না, এমনও না। কিছুদিন আগেই ছেলের  জন্মদিন পালন করেছেন।

Advertisment

তারপর থেকেই জোরালো বিতর্ক। প্রায় ১৫ লাখ টাকার কাছাকাছি ... সূত্রের খবর ছেলের জন্মদিনে এলাহী আয়োজনে খরচ হয়েছিল প্রায় ১৫ লক্ষ টাকা। এই নিয়েও প্রশ্ন উঠেছে। যেখানে প্রায় এক বছরের কাছাকাছি সেভাবে তাঁর কোনও ছবি নেই। হিট ছবিও গুনে বলা যাবে না সেখানে এত টাকা খরচ করে ছেলের জন্মদিন কী করে পালন করলেন? এর উত্তরও দিয়েছেন।

কিন্তু, সবথেকে বড় বিষয় স্বীকার করেছেন নিজের এবং ছেলের সম্পর্ক নিয়ে। এমনিও রাজের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের পর থেকেই ছেলের বাবা এবং মা দুইই হয়ে উঠেছেন তিনি। এবার ছেলেকে কোলে নিয়েই বললেন, নারী পুরুষ কিংবা মানুষ কিসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়...

প্রসঙ্গত, তাঁর ছেলের জন্মদিনে হাজির হয়েছিলেন বাংলাদেশের অনেক বিখ্যাত মানুষরা। নিজের জন্মদিনেও তিনি থিম রাখতেন। এবার ছেলের জন্মদিনেও পদ্মফুলের থিম রাখলেন তিনি। নিজেও সেজেছিলেন আপাদমস্তক পদ্মফুল। সেই থিমের খাতিরেই এত খরচ? পরী বললেন...

রাজ্য জন্মানোর পর থেকেই কিছুকিছু টাকা সরিয়ে রাখতেন তিনি। এমনকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাবা রাজ তাতে সমান ভাগ দিতেন। সেই টাকায় ছেলের জন্মদিনের খরচ মিটিয়েছেন তিনি।

Actress Pori Moni tollywood Entertainment News
Advertisment