Advertisment
Presenting Partner
Desktop GIF

Pori Moni Update: 'যার চলে যায় সেই বোঝে বিচ্ছেদের কি যন্ত্রনা..', মারা গিয়েছেন প্রাক্তন স্বামী, অন্তরের ব্যাথার কথা লিখলেন পরীমণি

Pori Moni Bangladesh: তিনি বাংলাদেশের চর্চিত কিংবা বিতর্কিত নায়িকা। একাধিক সম্পর্কের জেরে বারবার তাঁকে নিয়ে নানা চর্চা উঠে এসেছে। আর আজ তো তাঁর প্রথম স্বামী মারা যাওয়ার পর থেকে আরও কথা হচ্ছে তাঁকে নিয়ে।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Pori Moni, Pori Moni bail plea, Bangladeshi actress Pori Moni, পরিমণি, বাংলাদেশ, bengali news today

কী লিখছেন পরী?

 সকাল হতেই খবর এসেছে পরীমণির প্রাক্তন স্বামী প্রয়াত। পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। ইসমাইল হোসেন জমাদ্দারের সঙ্গে একদম অল্প বয়সেই বিয়ে হয়েছিল নায়িকার। তখনও তিনি পরীমণি হয়ে ওঠেননি। আর আজ প্রাক্তন স্বামীর মৃত্যুতে কী লিখছেন তিনি?

Advertisment

তিনি বাংলাদেশের চর্চিত কিংবা বিতর্কিত নায়িকা। একাধিক সম্পর্কের জেরে বারবার তাঁকে নিয়ে নানা চর্চা উঠে এসেছে। আর আজ তো তাঁর প্রথম স্বামী মারা যাওয়ার পর থেকে আরও কথা হচ্ছে তাঁকে নিয়ে। অভিনেত্রীর মন্তব্য কী হতে পারে সেই নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন। এবার তিনি উত্তর দিয়েছেন। যদিও বা, তাঁর সঙ্গে কিংবা তাঁর পরিবারের সঙ্গে কোনরকম যোগাযোগ পরীর ছিল না।

আজ তিনি তাঁর নানুর বাড়িতে। এত দুঃখের খবর পরীর কান অবধি পৌঁছেছে সেটা একদম পরিষ্কার। অভিনেত্রী, নানুর বাড়িতে যতই কাঠের উনুনে রান্নাবান্না করুন না কেন, তাঁর মনের অন্তরালে যে চাপা কষ্ট, সেটা ছাই চাপা আগুন ভেদ করেই বেরিয়ে এল। তিনি সমাজ মাধ্যমে, এমন একটি মন্তব্য লিখলেন, যা পরিষ্কার ব্যক্ত করছে এই মন্তব্য তিনি লিখছেন, তাঁর প্রাক্তন স্বামীর উদ্দেশ্যেই।

পরীমণি সমাজ মাধ্যমে সক্রিয়। তিনি সবসময় কিছু না কিছু আপডেট দিতেই থাকেন। এবার তিনি সমাজ মাধ্যমে লিখছেন, "নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রনা!………"। এখানেই শেষ না। আজকে সারাদিন নিজের হাতে সবটা করলেও মৃত্যু যন্ত্রণা যেন ভীষণ কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাঁকে। অভিনেত্রীর কাছের মানুষ আগেই তাঁকে ছেড়ে চলে গিয়েছেন।

আগামীকাল তাঁর নানুর একবছরের মৃত্যু বার্ষিকী। তাই ঢাকা ছেড়ে বরিশালে গিয়েছেন তিনি। আজ সেখানে ইট দিয়ে উনুন বানিয়ে রান্না করেছেন। আনন্দে থাকার চেষ্টা করেছেন। আর সেই ভিডিও শেয়ার করে সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, "জীবন দুঃখের মত সুন্দর।"

Actress Pori Moni Bangladesh Pori Moni
Advertisment