/indian-express-bangla/media/media_files/2025/10/24/p8-2025-10-24-13-59-38.jpg)
জন্মদিনে যা বললেন পরী...
/indian-express-bangla/media/media_files/2025/10/24/p5-2025-10-24-13-59-51.jpg)
তাঁর নামে সঙ্গে জুড়ে যায় বিতর্ক শব্দটা। যতই তিনি বর্তমানে সেই সব বিতর্ক থেকে দূরে থাকুন না কেন, তাঁকে নিয়ে চর্চা হতেই থাকে। তিনি এক পা ফেললেই যেন শিরোনামে উঠে আসেন। তিনি আর কেউ না, বরং পরীমণি।
/indian-express-bangla/media/media_files/2025/10/24/p7-2025-10-24-14-00-10.jpg)
জীবনের নানা ঝড় ঝঞ্ঝা পেরিয়ে আজ তিনি অনেকটাই ব্যক্তিগত জীবনে থিতু হয়েছেন। বহু মানুষ হাত ছেড়ে চলে গিয়েছে। জীবনে পেয়েছেন ২ ভীষণ মিষ্টি মানুষ- তাঁর ছেলে এবং মেয়েকে। তাঁদের নিয়েই এখন সুখের সংসার।
/indian-express-bangla/media/media_files/2025/10/24/p6-2025-10-24-14-00-28.jpg)
কিছু বছর আগেও যখন শরিফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। এমনটাও নজরে এসেছিল, তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, নিজেকে বাঁচাতে।
/indian-express-bangla/media/media_files/2025/10/24/p4-2025-10-24-14-02-06.jpg)
তারপর থেকে কেটে গিয়েছে বহু সময়। একাধিক কাজে দেখা গিয়েছে তাঁকে। এখন তাঁর বেশ সুখের সময়। আর গতকাল তাঁর জন্মদিনে যেভাবে তিনি উদযাপন করলেন...
/indian-express-bangla/media/media_files/2025/10/24/p2-2025-10-24-14-02-20.jpg)
মাঝেমধ্যেই একটু শান্তি খুঁজতে তিনি দেশের বাইরে চলে যান। নিজের কাছের মানুষদের সঙ্গে সময় কাটান। এবারও তাই। তাঁকে দেখা গেল, মালয়েশিয়ায় নিজের জন্মদিন সেলিব্রেট করতে।
/indian-express-bangla/media/media_files/2025/10/24/p3-2025-10-24-14-02-37.jpg)
পরনে ক্রিম রঙের পোশাক, হাতে একটি ব্ল্যাক ফরেস্ট কেক। কালো বেলুনে সাজানো চারপাশ। অভিনেত্রীর গলা জড়িয়ে রয়েছে তাঁর ছেলে রাজ্য।
/indian-express-bangla/media/media_files/2025/10/24/p1-2025-10-24-14-02-56.jpg)
তিনি সমাজ মাধ্যমে নানা ধরণের ছবি শেয়ার করেই বললেন, "এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সব কিছু নিয়েই আজকের এই জীবন। Happy birthday myself!"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us