scorecardresearch

গুরুতর অসুস্থ! স্যালাইন চলছে…ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতালে ভর্তি পরীমণি

মাতৃত্ব হয়তো এটাই, প্রচণ্ড অসুস্থ হলেও ছেলেকে সাম্লাচ্ছেন পরী, দেখুন

pori moni, pori moni news, pori moni bangladsh, pori moni controversey, pori moni news, pori moni update, pori moni new movie, pori moni bangladeshi actress, pori moni hospitalised, পরীমনি, পরীমনি খবর, পরীমনি নিউজ, পরীমনি বাংলাদেশ, পরীমনি বাংলাদেশের অভিনেত্রী, পরীমনি অভিনেত্রী, bangladesh actress, bangladesh movie, shakib khan
পরীমনি বাংলাদেশের অভিনেত্রী

হাতে সালাইন চলছে, হসাপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমণি। কী হয়েছে তাঁর? যে ছেলে রাজ্যকে নিয়ে সোজা হাসপাতালে যেতে হল তাঁকে?

পরী নাকি গুরুতর অসুস্থ। বাংলাদেশের চেনা অভিনেত্রীকে নিয়ে এখন বেজায় উদ্বিগ্ন তাঁর ভক্তরা। তাঁকে নিয়ে অভিযোগের শেষ নেই। বিতর্ক তাঁর ডানায় লাগলেও তিনি সবসময় নিজের মত করেই পরিস্থিতি সামলান। তবে, এবার যেন একেবারেই নিজের আয়ত্বে আর কিছু নেই। সুস্থ হতেই গেলেন হাসপাতালে।

গতকাল ছিল মাতৃদিবস। সেদিনই পরীর পোস্টে জানা গেল ভাল নেই তিনি। ১০৩ ডিগ্রি জ্বর। তারপরেই শরীর আরও খারাপ হতেই বাড়িতে থাকেন নি তিনি। বরং ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতালে তিনি। সালাইন চলছে, তাও রাজ্যকে ঘুম পাড়াতে ব্যাস্ত তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেই লিখলেন, মায়েদের জীবন সত্যিই কঠিন।

এত অসুস্থতাতেও ছেলের খেয়াল রাখতে ভুল হল না তাঁর। বরং মায়ের কর্তব্য পালন করছেন সাধ্যমত। নিজে না ঘুমিয়ে তাঁর রাজ্যকে সঙ্গ দিচ্ছেন তিনি। ছেলের জন্য এক আকাশ খুশি সাজিয়ে দিতে পারেন পরী। এ তো সামান্য। এমকি স্বামী শরিফুলের সঙ্গেও তাঁর যে বিবাদ, সেও মিটিয়েছিলেন ছেলের জন্যই।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Porimoni hospitalised with son rajya