Advertisment

Pori Moni : কলহ নাকি চরম হাতাহাতি! রক্তারক্তির আসল কারণ ব্যাখ্যা করলেন পরীর স্বামী রাজ

কী ঘটেছিল সেদিন রাতে? আসল কারণ জানালেন রাজ

author-image
IE Bangla Entertainment Desk
New Update
পরীমণি, পরীমণি-শরিফুল রাজ, porimoni,porimoni bangladesh actress, porimoni marriage controvrsy, porimoni controversy, porimoni actress life, porimoni lifestyle, porimoni divorce, পরীমণির বিবাহ-বিচ্ছেদ, bolly world indian express entertainment news, express entertainment news, latest entertainment news, আজকের বিনোদনের খবর, বিনোদন, news today, bollywood news today, entertainment news, latest update news

পরী-রাজের বিতর্ক

মারামারি নাকি হাতাহাতি নাকি অন্যকিছু! পরীমণি এবং শরিফুল রাজের সম্পর্ক নিয়ে ধোঁয়াশা। দুজনেই হাসপাতালে ভর্তি ছিলেন। চোট লেগেছিল রাজের মাথায়। অন্যদিকে, পরী নাকি হাত কেটে ফেলেছিলেন। বেশিরভাগের দাবি এমনই ছিল, যে দাম্পত্যে কলহেই এই ভয়ঙ্কর পরিস্থিতি।

Advertisment

পরী জানিয়েছিলেন, তিনি জ্বর নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। যদিও পরবর্তীতে জানা যায়, এঘটনা একদম মিথ্যে। অন্যদিকে, সেই একই হাসপাতালে মাথায় চোট পেয়ে ভর্তি হন রাজ। ছেলে রাজ্যর জন্মদিনের দুদিন পরেই এহেন সংবাদ প্রকাশ্যে আসে। আর তারপরই চূড়ান্ত শোরগোল। দুজনের মধ্যে বিবাদ এতই জোরালো মাত্রায় পৌঁছেছে যে এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? কানাঘুষো খবর ছিল এমনই... কিন্তু

আরও পড়ুন - Pori Moni: পরীমণির ভয়ঙ্কর পরিণতি! জ্বর নয়, হাত কেটে হাসপাতালে ভর্তি, নেপথ্যে কি স্বামী শরিফুল?

সত্যিটা প্রকাশ্যে আনলেন রাজ। বিবাদের অবসান ঘটিয়ে পরীমণির স্বামী বাংলাদেশ সংবাদমাধ্যমে জানালেন, কোনও মারামারি নয় বরং রাস্তায় আকস্মিক একটি দুর্ঘটনার কারণেই তাঁর এই পরিস্থিতি। বললেন, "তেজগাঁও দিয়ে যাওয়ার সময় একটি অ্যাকসিডেন্ট হয়। সামনের থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। তাতেই গাড়ির গ্লাসটি আমার মাথার সঙ্গে আঘাত পায়। প্রথমে ভেবেছিলাম, ইন্টারনাল ক্ষত হয়েছে। কিন্তু তেমন কিছুই না, টিস্যু গুলো আঘাত পেয়েছে। এখন ভাল আছি। আর কয়েকদিনে সুস্থ হয়ে যাবো।"

চিকিৎসার ১ দিনের মাথায় রাজকে ছেড়ে দেওয়া হয়। ছেলের মুখের দিকে তাঁকিয়ে সমস্ত সম্পর্ক আগের মতই ঠিক করতে চান তিনি। শুধু তাই নয়, এই গুজবেও প্রকাশ্যে জানান, পরীর সঙ্গে তাঁর কোনও বিবাদই হয়নি যার মাত্রা এই রূপ নেবে।

Actress Pori Moni tollywood Entertainment News
Advertisment