বুধবার, শহর কলকাতায় পরীমণি ( Porimoni ) এসেছেন। ছেলের শরীর বড্ড খারাপ। ছোট্ট রাজ্যর ( Son Rajya ) শরীরে ভাইরাস সংক্রমণ। দু-দুটো ভাইরাসের প্রভাবে বাচ্চাটির শরীর মোটেই ভাল নেই।
গতকাল থেকেই খবর ছিল এমন। চয়নিকা চৌধুরীর তরফে জানা গিয়েছিল পরী ছেলেকে নিয়ে রওনা দিয়েছে। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি খুদে রাজ্য। তাঁকে নিয়ে বুক বেঁধেছেন গোটা বাংলাদশের মানুষ। পরীর পদ্মকে বাংলাদেশের সকলেই বাজান বলে ডাকেন। তাঁর শরীর খারাপ শুনে আতঙ্কিত সেদেশের অনেকেই। আর গতকাল রাতে...
গোটা শহরে পরী একা। তাঁর আশেপাশে কেউ নেই। বাচ্চাটিকে নিয়ে তাঁর আশঙ্কার শেষ নেই। গতকাল রাতে বেজায় শরীর খারাপ হয়েছিল ছেলের। সেকারণেই ফেসবুকে পোস্ট করেন তিনি। অভিনেত্রী লিখেছিলেন, "এতটা অসহায় আগে লাগে নি। আল্লাহ সহায় হন আমার বাচ্চাটার প্রতি"। তারপরই মধ্যরাতে ঘুম ওরে সকলের। রাজ্য ভাল আছে তো? সকলের মনে ছিল একটাই প্রশ্ন! অভিনেত্রী সকলের কাছে অনুরোধ করেন প্রার্থনা করার জন্য।
আরও পড়ুন - Porimoni: ছেলের শরীরে দু-দুটো ভাইরাস, ছোট্ট পদ্মকে নিয়ে তড়িঘড়ি কলকাতায় এলেন পরীমণি
এদিকে, ছেলে রাজ্যর যখন শরীর এত খারাপ তখনই কলকাতায় তার বাবা শরিফুল রাজ ( Shariful Razz )। অভিনেতা, কাজ করছেন ইধীকা পালের সঙ্গে। ছবির নাম কবি। বাংলাদেশের নায়ক কাজ করছেন এখানে। ছেলেকে দেখতে গিয়েছেন তিনি? নাকি খবর পেয়েও এখনও তিনি কাজে ব্যস্ত? সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। তবে, রাজ যেখানে কলকাতায় উপস্থিত, সেখানে তাঁর উপস্থিতি কামনা করছেন অনেকেই।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই পরী জানিয়েছিলেন, বাইরের খাবার অর্থাৎ ফল খেয়েই তিনি এবং তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়েন। ফুড পয়জনিং হয় তাঁদের। টানা সাতদিন অসুস্থ থাকার পর, বাংলাদেশের চিকিৎসায় ফল না হওয়ায় সে ছেলেকে নিয়ে কলকাতা পাড়ি দেন।