বছর দুয়েক আগের কথা। ২০১৯ সালে রাজ কুন্দ্রার (Raj kundra) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে (Poonam Pandey)। কিন্তু সেই সময়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি। শেষমেশ সোমবার রাতে পর্নফিল্ম তৈরি করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় শিল্পা শেট্টির স্বামী (Shilpa Shetty) রাজকে। তারপর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পর্নফিল্ম কাণ্ডে। পুলিশের অভিযোগ, এই পর্নফিল্ম ব়্যাকেটের মূলচক্রী ছিলেন রাজ কুন্দ্রাই। এবার সেই প্রেক্ষিতেই বিস্ফোরক মন্তব্য করলেন পুনম।
অভিনেত্রীর সাফ মন্তব্য, "অনুমতি ছাড়াই রাজের নির্দেশে আমার নগ্ন ছবি-ভিডিও ফাঁস করে দেওয়া হত।" রাজের গ্রেফতারির পর এক জাতীয় সংবাদমাধ্যমকে পুনম এও জানান যে, "শিল্পা শেট্টি এখন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, সেটা কেউই কল্পনা করতে পারছি না। তাই নিজের খারাপ অভিজ্ঞতা নিয়ে বেশি কিছু বলব না। তবে ২০১৯ সালে রাজ কুন্দ্রার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলাম। এমনকী, বম্বে হাইকোর্টের দ্বারস্থও হয়ে ওঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও চুরির মামলাও দায়ের করেছিলাম।"
<আরও পড়ুন: রাজ কুন্দ্রার রোজগার নিয়ে বাঁকা প্রশ্ন কপিল শর্মার! মুখের ভাবই বদলে যায় শিল্পা শেট্টির>
প্রসঙ্গত, বছর দুয়েক আগে পুনম ও রাজ মিলে একটা অ্যাপ বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। যার নাম দেওয়া হয়েছিলেন পুনমের নামেই। কিন্তু চুক্তি অনুযায়ী আর্থিক ভাগ পাননি পুনম। শুধু তাই নয়, সেই অসঙ্গতি দেখেই চুক্তি ভঙ্গ করে বেরিয়ে যান। কিন্তু অভিনেত্রীর কিছু ছবি-ভিডিও রাজ কুন্দ্রার সংস্থার কাছে থেকে যায়। সেগুলোই পুনমের অনুমতি ছাড়াও ফাঁস করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
শুধু তাই নয়, রাজের বিরুদ্ধে উত্যক্ত করার অভিযোগও তুলেছেন পুনম পাণ্ডে। ফোন নম্বর ফাঁস করে দেওয়া হয়েছিল। দিন-রাত অশ্লীল মেসেজ-ভিডিও আসত ফোনে। যার জেরে ৩ মাসের জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বলে জানিয়েছেন পুনম। কিন্তু দেশেও ফিরেও রেহাই পাননি। ফের ফোন আসে শুরু করে। কেউ বা আবার পুনমের বাড়ির ছিকানা জানত বলেও দাবি অভিনেত্রীর। এরপরই ভয়ে ফোন নম্বর পাল্টে ফেলেন পুনম পাণ্ডে। সেই সময়ে রাজ কুন্দ্রা জানিয়েছিলেন, যে সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল, সেই সংস্থার সঙ্গে আর কাজ করেন না তিনি। সোমবার রাজের গ্রেফতারির পর মুখ খুললেন পুনম পাণ্ডে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন