/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/poushali.jpg)
পৌষালী
জরুরি অপরাধে তারকাকে গ্রেফতার! সঙ্গীত শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়কে ধরে নিয়ে গেল মালদা পুলিশ। কিন্তু কেন? আজ অবধি বিতর্কে নাম না জড়ানো একটি মানুষের সঙ্গে এহেন আচরণ কেন?
শিল্পী নিজেই নিজের ফেসবুক পেজে জানিয়েছেন এসব কথা। তিনি নিজের লোকগীতির কারণে দারুণ জনপ্রিয়। স্টেজে উঠলেই তিনি ভালবাসা উন্মাদনা ছড়িয়ে দেন সকলের মধ্যে। কিন্তু, এবার তিনি যেখানে নিজের সুরের জাদু ছড়িয়ে দিয়েছেন সেটা মঞ্চ বা কোনও স্টেজ না, বরং থানায়। কী অপরাধে তাঁকে থানায় টেনে নিয়ে যাওয়া হল?
শিল্পী, গান গাইছেন। আমার হাত বান্ধীবি, পা বান্ধীবি...আর শুনছেন থানার সকলে। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় আসল কাহিনী বর্ণনা করলেন। লিখলেন..."থানায় ধরে নিয়ে গিয়েছিল..গানটা শোনার পর ছেড়ে দিল।" কিন্তু কেন? থানায় তাঁকে নিয়ে যাওয়ার দরকার কী ছিল? একজন শিল্পীকে নিজের মতো করে গাইতে দেওয়ার জন্য থানায় নিয়ে যেতে হয়?
কারণ কী?
পৌষালী জানান, মালদহের SI মেনক তাঁর গান শুনতে খুব ভালবাসেন। মালদার অফিসার আমার গানের অন্ধ ভক্ত। আমি মালদায় যখনই অনুষ্ঠান করতে যাই, তখন উনি কাজের ফাঁকে এসে আমার সঙ্গে দেখা করেন। এবার যখন অনুষ্ঠান করতে গেলাম মালদায় খুব বৃষ্টি। অনুষ্ঠান করতে পারিনি। সেখানেও গিয়েছিলেন SI.. উনি, আমায় বললেন থানায় সকলের আমার গান খুব পছন্দ। আর তারপর...
শিল্পীর কথায়, বাকিটা জানেন তো? আমার এই অপরাধে থানায় নিয়ে গিয়েছিল। সেখানে সকলের মাঝখানে বসে গান গাইলাম। ওরা, মন দিয়ে মুগ্ধ হয়ে শুনল। আমার এটা একটা