Prabhat Roy Health- অসুস্থ জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক প্রভাত রায়। তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বহুদিন যাবৎ তিনি শারীরিক সমস্যার কারণে ভুগছেন। দিন ছয়েক আগে ফের একবার অসুস্থ হয়ে পড়েন।
Advertisment
হঠাৎ করেই ঠান্ডা লেগে জ্বর আসে তাঁর। শুরু হয় শ্বাসকষ্টের সমস্যা। তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করেন, একতা ভট্টাচার্য। তিনিই নিঃসঙ্গ পরিচালকের দায়িত্ব নিয়েছেন। এমনকি সোশ্যাল মিডিয়ার পাতায় তিনিই জানিয়েছেন তাঁর অসুস্থতার খবর। একতা প্রভাত আত্মজীবনীর লেখিকা। কী লিখছেন তিনি?
"দীর্ঘস্থায়ী ঠান্ডা এবং ফ্লু এবং শ্বাসকষ্টজনিত জটিলতা নিয়ে গত ৬ দিন ধরে এম.আর. বাঙ্গুরে ভর্তি ছিলেন আমার বাবি প্রভাত রায়। কিডনি রোগের পরিপ্রেক্ষিতে, তার ক্রিয়েটিনিন বিরক্তিকর মাত্রায় বেড়ে যাওয়া এবং তার মেডিকেল টিমের নির্দেশিত পরামর্শে, আমরা তাকে বর্তমানে উডল্যান্ডস হাসপাতালে স্থানান্তরিত করেছি। উডল্যান্ডস-এর সকল সিনিয়র ডাক্তারদের দক্ষ নির্দেশনায়, তাকে আজ তার প্রথম কিডনি ডায়ালাইসিসের অধীনে রাখা হয়েছিল। এখন পর্যন্ত তিনি ভালোই আছেন।"
সঙ্গে তিনি আরও জানান যে প্রভাত বাবু একেবারেই চাইছিলেন না এই বিষয়ে খবর দিতে। বললেন, "বাবি চেয়েছিলেন যাতে এই বিষয়ে আমি গোপন রাখি। সামনের উনার আত্মজীবনীর প্রকাশ আছে যেহেতু। তারিখের বদল ঘটেনি। তবে, এটুকু অনুরোধ করব, আপনারা কিন্তু বাবীর সুস্থতা কামনা করবেন।"
প্রসঙ্গত, গতবছরও উচ্চ রক্তচাপের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসাধীন রাখার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে চিকিৎসকরা তাঁকে নজরে নজরে রেখেছেন। কিডনি থেকে হার্ট বিশেষজ্ঞরা প্রতিমুহূর্তে তাঁর শারীরিক গতিবিধি পর্যবেক্ষণ করছেন।