Advertisment
Presenting Partner
Desktop GIF

সৌমিতৃষা সুপারস্টার-অহংকারী? 'তারকা তারাই যারা ব্যবসা দেন..', সত্যি জানালেন অর্পিতা

অভিনেত্রীর নতুন শুরুর আগেই বড় কথা তাঁর অনস্ক্রিন পিসির

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Pradhan starer soumitrisha, actress Arpita shared her thoughts for the actress

কী বলছেন অর্পিতা?

সৌমিতৃষা কুন্ডু, অহংকারী নাকি না? অভিনেত্রীর নতুন জার্নি শুরু হচ্ছে। দেবের সঙ্গে বড়পর্দায় আসছেন অভিনেত্রী। তারমধ্যে বিতর্ক। শুরু থেকেই।

Advertisment

অভিনেত্রী, কিছুদিন আগেই শেয়ার করেছিলেন একটি সাক্ষাৎকার। যাতে উল্লেখ করা হয়েছিল, সৌমিতৃষা নাকি বলেছেন ছোটপর্দায় তার থেকে বড় স্টার আর কেউ নেই। আর এই বিশেষ অংশটিকে অভিনেত্রী হাইলাইট করে জানান,  এসবের কিছুই তিনি বলেননি। সবটাই মশলা মাখানো বিনোদন। তাঁর আগে বিতর্ক উঠেছিল, তিনি নাকি নিজের যোগ্যতায় নয় বরং পা চেটে দেবের সিনেমায় সুযোগ পেয়েছেন।

কিন্তু সত্যিই কি তিনি এতটাই অহংকারী? দীর্ঘদিন টেলিভিশনে কাজ করেছেন। এর আগে তো এহেন একথা শোনা যায়নি। কোনও সহ অভিনেতা এই নিয়ে কিছুই বলেননি। তাহলে আজ হঠাৎ কেন? এপ্রসঙ্গে তাঁর অনস্ক্রিন পিসি অর্পিতা সকলের ভুল ভাঙিয়ে দিলেন। সুপারস্টার কিংবা তারকা হওয়া একেবারেই সোজা না। বরং, তাঁর জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়। অভিনেত্রী নিজেকে কতটা সুপারস্টার ভাবেন, এই প্রশ্ন করতেই অর্পিতা বললেন...

"এটা কিন্তু সম্পূর্ন নিজের ব্যাপার। আমি নিজেকে স্টার ভাবলে স্টার, না ভাবলে না। আমি সেখানে উপস্থিত ছিলাম না যেখানে সৌমীর এই কথাকে ধরে বিনোদন নেওয়া হচ্ছে। আমি এটুকু জানি, সৌমীর নতুন শুরু। ও একজন ভাল অভিনেত্রী। একদম ঠিক ট্রাকে আছে। আর যত বড় হবে, ওকে নিয়ে আলোচনা হবে। আরো বেশি করে হবে। এটা নিয়ে আমার মতামত দেওয়ার কিছু নেই। তবে, এটুকু বলতে পারি, সুপারস্টার তারাই যারা ব্যবসা দেন। অমিতাভ বচ্চন, শাহরুখ খান এরা।"

উল্লেখ্য, সামনেই রিলিজ প্রধান ছবির। অভিনেত্রী প্রথম সিলভার স্ক্রিনে ডেবিউ করছেন। দেবের স্ত্রীর ভূমিকায় তাঁকে দেখা যাচ্ছে।

tollywood Soumitrishna Kundu Entertainment News
Advertisment