Advertisment
Presenting Partner
Desktop GIF

ভারতীয় সংস্কৃতি কলুষিত হচ্ছে! ওটিটি প্ল্যাটফর্মের রাশ টানতে সংসদে নয়া নির্দেশিকার প্রস্তাবনা

রাশ টানা হবে ওটিটি প্ল্যাটফর্মগুলির, সংসদে সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

author-image
IE Bangla Web Desk
New Update
OTT-platform

গত সপ্তাহেই প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar) জানিয়ে দিয়েছিলেন যে, ওটিটি প্ল্যাটফর্মগুলোতে রাশ টানার জন্য খুব শিগগিরিই নয়া নির্দেশিকা জারি হতে চলেছে। মঙ্গলবার সংসদীয় ভবনেও সেই সুর শোনা গেল কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রীর গলায়। অতঃপর সিনেমার পরিচালকদের মতো এবার অনলাইন সিরিজ কিংবা সিনেনির্মাতারাও যে আর ছাড় পাবেন না, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।

Advertisment

এদিন পার্লামেন্টে বিজেপি সাংসদ মহেশ পোদ্দার-ই প্রথম ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টের প্রসঙ্গ উত্থাপন করে বলেন যে, "ভারতীয় সংস্কৃতিকে একপ্রকার কলুষিত করছে অনলাইন বিনোদন চ্যানেলগুলি। কখনও লিঙ্গ বৈষম্যমূলক বিষয় উঠে আসছে, আবার কখনও বা অশ্লীল সংলাপ ভর্তি কন্টেন্ট দেখানো হচ্ছে।" তাতেই সায় দিয়ে মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে প্রকাশ জাভড়েকর স্পষ্ট করে দেন, ওটিটি প্ল্যাটফর্মগুলির স্বাধীনতার দিন ফুরিয়ে এসেছে।

যৌনতা, রক্তারক্তি.. যাবতীয় বিষয়ে এযাবৎকাল ছাড় পেতেন ওয়েব সিরিজ নির্মাতারা। তবে এবার যে সেই স্বাধীনতা ছেঁটে ফেলতে চলেছে কেন্দ্রীয় সরকার, তা বলাই বাহুল্য। নয়া আইন প্রণয়ন হতে চলেছে। এপ্রসঙ্গে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, “ওটিটি প্ল্যাটফর্মের বেশ কিছু সিরিজ নিয়ে আমরা বহু অভিযোগ পেয়েছি। ওয়েব প্ল্যাটফর্মে যে ছবি কিংবা সিরিজ মুক্তি পায়, তা প্রেস কাউন্সিল আইন, কেবল টেলিভিশন নেটওয়ার্ক (রেগুলেশন) আইন কিংবা সেন্সর বোর্ডের আওতায় পড়ে না। তবে এধরনের বিতর্ক যাতে ভবিষ্যতে এড়ানো যায়, তার জন্য আমরা শীঘ্রই নতুন গাইডলাইন আনব।”

প্রসঙ্গত, দিন কয়েক আগেই সইফ আলি খান অভিনীত ‘তাণ্ডব’ (Tandav) নিয়ে বিজেপি শিবির তুলকালাম শুরু করেছিল। এই একই অভিযোগে বিদ্ধ হয়েছিল অনুষ্কা শর্মা প্রযোজিত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ও। সম্প্রতি আরও এক ওয়েব সিরিজের জন্য রোষানলে পড়েছে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম। হিন্দুধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে খ্যাতনামা ওয়েব সিরিজ ‘মির্জাপুর’কে (Mirzapur)। যার জল ইতিমধ্যেই গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। আপত্তি উঠেছিল নেটফ্লিক্সে মীরা নায়ারের ‘আ স্যুইটেবল বয়’ নিয়েও। সামাজিক মূল্যবোধ বিকৃত করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট সিরিজগুলির বিরুদ্ধে। অতঃপর যাবতীয় বিতর্কের জেরে এবার সিনেমার পর ওয়েব সিরিজেও সেন্সরশিপ আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

Prakash Javadekar
Advertisment