বরাবরই স্পষ্টবক্তা প্রকাশ রাজ। সোজাসাপটা কথা বলতে তাঁর জুড়ি মেলা ভার! দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এই জাঁদরেল অভিনেতাকে তাই সচরাচর এড়িয়েই চলেন সকলে। এবার সেই প্রকাশ রাজই বয়কট ট্রেন্ড নিয়ে মুখ খুললেন। শুধু তাই নয়, 'পাঠান' নিয়ে যে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছিল হিন্দু সংগঠনগুলো, তাদেরকেও একহাত নিলেন প্রকাশ।
প্রসঙ্গত, বয়কট-সমালোচনা পেরিয়ে বক্সঅফিসে দৌঁড়চ্ছে 'পাঠান'। রিলিজের মাত্র ১৩ দিনেই ৮৫০ কোটি টাকা কামিয়ে ফেলেছে। বলাই বাহুল্য, অতিমারী উত্তর পর্বে বলিউডের ব্যবসার হাল ধরে মোড় ঘুড়িয়েছেন শাহরুখ খান। যেখানে দক্ষিণী সিনেমার বাজারে টেক্কা দিতে গিয়ে ডুবতে বসেছিল বলিউডের ব্যবসা সেখানে কিং খান-ই মসিহা হয়ে এলেন। তবে রিলিজের আগে ও পরে কম ঝক্কি পোহাতে হয়নি! এবার সেই হিন্দি সিনেমার হয়েই সুর চড়ালেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ।
বলিউডেও অবশ্য প্রকাশের কম নাম-ডাক নেই। তিরুবন্তপুরমে মথরুভূমি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রকাশ রাজ বললেন, "এরা 'পাঠান'কে বয়কট করতে চেয়েছিল। আর সেই সিনেমা এখন ৭০০ কোটির ওপরে ব্যবসা করে ফেলেছে। এই মূর্খ, ধর্মান্ধগুলো যারা 'পাঠান'কে নিষিদ্ধ করতে চেয়েছিল, তারা তো মোদির সিনেমাকেই ৩০ কোটির ব্যবসা করাতে পারেনি। এরা কারা বলো তো? এরা হচ্ছে শুধু ঘেউ ঘেউ করে। কিন্তু কামড়ায় না। শুধু শব্দদূষণ।"
<আরও পড়ুন: ‘বাঙালির বড় জোকস- দেব ব্যোমকেশ’, খোঁটা দিয়েই ‘কেস খেলেন’ রাহুল>
এখানেই অবশ্য থামেননি। প্রকাশ বরাবরই হিন্দুসংগঠনগুলির উগ্রপন্থার বিরুদ্ধে। যার জেরে একাধিকবার গেরুয়া শিবির বিরোধী কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। এবার 'পাঠান'-এর হয়ে আরও একবার একহাত নিলেন। গত বছর মুক্তি পাওয়া 'দ্য কাশ্মীর ফাইলস'কেও তুলোধনা করে বললেন, "কাশ্মীর ফাইলস হচ্ছে জঘন্য একটা সিনেমা। কিন্তু আমরা জানি এর প্রযোজনা কারা করেছেন। নির্লজ্জ! আন্তর্জাতিক জুড়ি মেম্বাররা তো থুতু ছিটিয়ে গিয়েছে। আর পরিচালক এদিকে জিজ্ঞেস করছেন, আমরা অস্কার কেন পেলাম না? ও একটা ভাস্করও পাবে না। ২০০০ কোটি টাকা খরচা করে একটা প্রচারমূলক সিনেমা বানিয়ে মানুষদের বোকা বানানো যাবে না।"
দেশের বিভিন্ন রাজ্যের প্রেক্ষাগৃহে পোস্টার ছেঁড়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমনকী, 'পাঠান' নিষিদ্ধ করতে শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে ফেলার হুমকিও এসেছে। এতসব বিতর্কের মাঝেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের সিনেমা। যা কিনা বক্সঅফিসে ছুটে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। 'কেজিএফ ২'-এর রেকর্ড ভেঙে ইতিমধ্যেই ৮৫০ কোটি পার।