Prakash Raj Fake Photo: মৌনী অমাবস্যায় 'অমৃতস্নান' উপলক্ষে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মঙ্গলবার রাত দুটো নাগাদ মহাকুম্ভে মহাবিপর্যয়। মৃত্যু হয়েছে অনেকের। সেই সঙ্গে নিখোঁজ-ও বহু পুণ্যার্থী। আহতরা ভর্তি রয়েছেন হাসপাতালে। দেশ-বিদেশ থেকে তারকারাও এসেছেন মহাকুম্ভে পুণ্যস্নান করতে। রেমো ডিসুজা থেকে হেমা মালিনী এখানে এসে পুণ্যস্নান করেছেন। মহাকুম্ভে নিজের জীবন সম্পূর্ণ বদলে ফেললেন নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি।
রীতি মেনে সন্ন্যাস গ্রহণ করেন তিনি। সেই সব মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় দাবালনের গতিতে ছড়িয়ে পড়েছে। মেলা প্রাঙ্গনে টাঙানো পোস্টার-ব্যানারের ছবিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে আবার রয়েছে রাজনৈতিক স্লোগান। এর মাঝেই দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার ছবি ভাইরাল।
তবে এই ছবি সত্যি কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। তিনিও প্রবহমানতায় গা ভাসালেন? নিজের ছবি দেখে তো নিজেই তাজ্জব বনে গিয়েছেন প্রকাশ রাজ! সোশ্যাল মিডিয়ায় অভিনেতা প্রকাশ রাজ লিখেছেন, 'ভুয়ো খবর হইতে সাবধান। ফেকু মহারাজ-এর চরমপন্থীদের এটাই কাজ কী ভাবে ভুয়ো খবর ছড়িয়ে বিব্রত করা যায়। এরা তো পবিত্র উৎসবকেও ছাড়ছে না। এটা অত্যন্ত লজ্জাজনক।' অভিনেতা আরও জানিয়েছেন, ভুয়ো খবর ছড়ানোর দায়ে পুলিশে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন।
AI দ্বারা ব্যবহৃত প্রকাশ রাজের ছবি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা। প্রকাশ রাজ লিখেছেন, 'জোকারদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এর ফল তো ভুগতেই হবে।' অভিনেতা প্রসঙ্গত প্রকাশ রাজকে নিয়ে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। পদ্মশিবির বিরোধী নানা মন্তব্যের জেরে চর্চায় থেকেছেন বর্ষীয়ান অভিনেতা। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পুণ্যস্নান করতে আসেন কোটি কোটি মানুষ। সাধারণের ভিড়ে মিশে যায় দেশ-বিদেশের সেলিব্রিটি ও রথী-মহারথীরা।
মঙ্গলবার মহাকুম্ভে এসেছেন পরিচালক কবীর খান। পুণ্যস্নান করার ইচ্ছেপ্রকাশও করেছেন তিনি। মুসলিম সম্প্রদায়ভুক্ত কোনও ব্যক্তি হিন্দু রীতি মেনে মহাকুম্ভে পুণ্যস্নান করবেন? সংবাদমাধ্যমের তরফে কবীর খানকে প্রশ্ন করলে তিনি বলেন, 'এখানে হিন্দু-মুসলিমের কোনও ব্যাপার নেই। যদি নিজেকে এখন ভারতীয় মনে করেন তাহলেই আপনি সবকিছু মন থেকে করতে পারবেন।'