/indian-express-bangla/media/media_files/2025/05/12/Izz8tBfkNS5xQ6v9vhNs.jpg)
মায়ের মৃত্যুর পর ছোটবেলার ভয়বহতা নিয়ে মুখ খুললেন প্রতীক
Prateik Babbar: সাতের দশকে সমান্তরাল সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রয়াত অভিনেত্রী স্মিতা পাটিল। সেই সময় তাঁর অন স্ক্রিন প্রতিদ্বন্দী ছিলেন শাবানা আজমি। তবে রিয়েল লাইফে তাঁদের পারস্পরিক সম্পর্কের বন্ধন ছিল খুবই মজবুত। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মিতা পাটিল ও রাজ বব্বরের ছেলে প্রতীক বব্বর এই বিষয়টি খোলসা করেছেন। শুধু তাই নয়, স্মিতার মৃত্যুর পর প্রতীককে নাকি দত্তক নিতে চেয়েছিলেন জাভেদ-শাবানা। সেই সাক্ষাৎকারে তিনি মজা করে আরও বলেন, যদি সত্যিই সেটা হত তাহলে ফারহানের সৎ ভাই হতেন!!
প্রতীক বব্বর বলেন, 'আমি তো সম্প্রতি জানতে পেরেছি শাবানাজি এবং জাভেদ সাব আমার মা মারা যাওয়ার পর আমাকে দত্তক নিতে চেয়েছিলেন। কিন্তু, বিষয়টা বেশ কঠিন ছিল। তবে যদি সত্যিই সেটা হত তাহলে আজ আমি হয়ত ফারহানের সৎ ভাই হতাম। এই বিষয়গুলো আমি জেনেছি। তবে আমি খুবই অভিভূত। যদি সত্যিই আমার জীবনে এইরকম কিছু ঘটত তাহলে জানি না আজ আমার জীবনটা কেমন হত।' জুম-কে দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন, 'ছোটবেলা সম্পর্কে অনেক কিছু এখন শুনি। জানতে পারি। ছেলেবেলায় আমার দায়িত্ব কে নেবে সেই নিয়েও অনেক দ্বন্দ হয়েছে। তখন আমি এতটাই ছোট যে শুধুই কাঁদতাম। বুঝতে পারতাম না আমার সঙ্গে কী ঘটছে। লোকজন আমাকে দত্তক নিতে চেয়েছিলেন। মায়ের বহু সহকর্মীদের আমার প্রতি সহমর্মিতা প্রদর্শন করতেন।'
অভিনেতা আরও যোগ করেন, 'মা সকলের থেকে যে ভালবাসা পেয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তাঁদের মধ্যে শাবানাজি অবশ্যই একজন। তার সঙ্গে ছিলেন জাভেদ সাহেবও। অমিতজিও ভীষণ দয়ালু। আমার তো মনে হয় মায়ের সমসাময়িক প্রত্যেকেই নাসিরুদ্দিন সাব, রত্নাজি, শ্যাম বেনেগালও ভীষণ ভাল মানুষ ছিলেন। চলচ্চিত্র জগতের স্বর্ণযুগ ছিল। আরও একটা জিনিস জানতে পেরেছি মির্চ মসালার সেটে আমার জন্ম হয়েছিল।'
প্রসঙ্গত, রাজ বব্বর ও স্মিতা পাটিলের সন্তান প্রতীক বব্বর। ১৯৮২ সালে Bheegi Palkein-এর সেটে রাজ-স্মিতা কাছাকাছি আসেন। সেই সময় নাদিরা বব্বরের সঙ্গে বিবাহিত রাজ। নাদিরার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্মিতার সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন রাজ বব্বর। ১৯৮৬-তে প্রতীকের জন্মের সময় মাত্র ৩১ বছরে মারা যান স্মিতা পাটিল।
আরও পড়ুন 'আজ তুমি আমাকে কাঁদিয়ে দিলে', লতাকে কেন বলেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী?