Advertisment

আসছেন শান্তিলাল, কিন্তু কে ইনি?

শান্তিলাল ভট্টাচার্যের নামের নীচে লেখা স্টাফ রিপোর্টার। তাহলে কি নতুন কোনও গোয়েন্দা? সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জটায়ুর কথায় বিষয়টা 'হাইলি সাসপিশাস'।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টলিউডে নতুন গোয়েন্দা

হঠাতই অফিসে একটা ইমেল এসেছে, যার সাবজেক্টে লেখা ''আসছি আমি...''। আর এই মেলের ঠিকানা শান্তিলাল ভট্টাচার্যের। প্রথমটায় একটু খটকা লেগেছিল ঠিকই কিন্তু মেল বক্স খুলতেই কিছুটা আন্দাজ পাওয়া গেল। সেখানে শান্তিলাল ভট্টাচার্যের ভিসিটিং কার্ডের ছবি তো রয়েইছে। কিন্তু তার সঙ্গেই রয়েছে ব্যোমকেশ বক্সী, প্রদোষ চন্দ্র মিত্র, কিরীটী রায়-সহ একাধিক গোয়েন্দার কার্ড।

Advertisment

তবে শান্তিলাল ভট্টাচার্যের নামের নীচে লেখা স্টাফ রিপোর্টার। তাহলে কি নতুন কোনও গোয়েন্দা? সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জটায়ুর কথায় বিষয়টা 'হাইলি সাসপিশাস'।

publive-image শান্তিলাল ভট্টাচার্যের ভিসিটিং কার্ড।

আরও পড়ুন, শুভ বিবাহ, প্রকাশ্যে নুসরত-নিখিলের বিয়ের ছবি

আসলে পরিচালক প্রতিম ডি গুপ্তর নতুন ছবি এটি। ছবিতে শান্তিলালের চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী ও আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পাওলি দামকে। 'ইঙ্ক' নামেই তৈরি হয়েছিল এই ছবির চিত্রনাট্য। কিন্তু পরে সেটা বদলে যাবে। শনিবার প্রকাশ্যে আসবে সেই নতুন নাম।

ছবিতে ঋত্বিক-পাওলি ছাড়াও দেখা যাবে গৌতম ঘোষ, চিত্রাঙ্গদা, অম্বরীশ ভট্টাচার্যের মতো শিল্পীদের। আগে ইরফান খানকে অফার করা হয়েছিল শান্তিলালের চরিত্র। কিন্তু নানা কারণে সেটা হয়ে উঠল না। সম্ভবত ছবির নাম হতে পারে 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য'। অগাস্টেই মুক্তি পাওয়ার কথা এই ছবির।

tollywood paoli dam Ritwick Chakraborty
Advertisment