/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/alia-bhatt.jpg)
'হার্ট অফ স্টোন'-এর শুটে আলিয়া ভাট
হলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ বলে কথা! অতঃপর কোনওরকম কসরত করতেই বাদ রাখছেন না আলিয়া ভাট। এমনকী অন্তঃসত্ত্বা অবস্থাতেই 'হার্ট অফ স্টোন' সিনেমার হাড়হিম করা অ্যাকশন দৃশ্যে শুটিং করে এলেন কাপুর-বধূ। যা দেখে নেটপাড়ার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। আলিয়াকে পরামর্শও দিয়েছেন তাঁরা।
সম্প্রতি পর্তুগালে 'হার্ট অফ স্টোন'-এর শুট শেষ করে মুম্বই ফিরে এসেছেন হবু মা আলিয়া ভাট। যার জন্য সহ-অভিনেত্রী 'ওয়ান্ডার ওম্যান' গ্যাল গ্যাডট তো বটেই, এমনকী 'ফিফটি শেডস' হলিউড তারকা জেমি ডর্ন্যানও মিস করছেন বলিউডের এই মিষ্টি নায়িকাকে। আর তার মাঝেই ক্যামেরার নেপথ্যের কিছু দৃশ্য নেটদুনিয়া কাঁপাচ্ছে। যেসব ভাইরাল ছবি দেখে আলিয়ার হবু সন্তানের কথা ভেবে রীতিমতো উদ্বিগ্ন নেটিজেনদের একাংশ।
Alia bhatt on sets ‘Heart of Stone’! with
gal gadot in Bordeira Portugal yesterday 🌪 pic.twitter.com/CCfDmhnPaH— hourly ranlia (@goldencranlia) July 8, 2022
ভাইরাল সেসব ছবিতে আলিয়ার বড় বেবি বাম্প রীতিমতো স্পষ্ট! পরনে খাকি রঙের কাউবয় পোশাক। এলোমেলো চুল। গনগনে রোদের মাঝেই তুখড় অ্যাকশন দৃশ্যের শুট করছেন আলিয়া। বলিউড নায়িকা গ্যাল গ্যাডটকেও দেখা গেল ভাট-কন্যার পাশে। তা দেখে হবু মায়ের জন্য আতঙ্কিত অনুরাগীরা। কারও পরামর্শ- "এইসময়ে সাবধানে থাকো।" কেউ বা আবার হবু মায়ের দায়িত্বের কথা মনে করে স্যালুট জানিয়েছেন অভিনেত্রীকে। আবার কারও নজরে পড়েছে আলিয়ার বেবি বাম্প।
<আরও পড়ুন: লন্ডনে ঢেঁড়শ খেয়ে দিন কাটাচ্ছেন সোনম কাপুর! ‘হবু মা’-কে নিয়ে চিন্তায় ভক্তরা>
her belly 🥺 pic.twitter.com/0B3soTTeXi
— hourly ranlia (@goldencranlia) July 8, 2022
প্রসঙ্গত, টম হার্পার পরিচালিত 'হার্ট অফ স্টোন' সিনেমায় অভিনয় করতে গিয়ে আলিয়ার সঙ্গে বেজায় ভাব জমেছে গ্যাল গ্যাডট ও জেমি ডর্নানের। শুক্রবার রাতেই 'ওয়ান্ডার ওম্যান'-কে জড়িয়ে ধরা ছবি শেয়ার করেছেন কাপুর বধূ। তার কমেন্ট বক্সে জেমি জানিয়েছেন, তিনি আলিয়াকে মিস করবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন