/indian-express-bangla/media/media_files/2025/11/01/sona-kat-2025-11-01-12-32-16.jpg)
সোনাক্ষীর নিশানায় ক্রিমিনাল কারা?
Katrina Kaif Pregnancy:
সোনাক্ষীর রুদ্ররূপ
রূপোলি দুনিয়ার তারকাদের জীবন নিয়ে ভক্তদের মনে থাকে প্রবল উন্মাদনা। তাঁদের জীবনের গতিপ্রকৃতির উপর নজর রাখেন সেলেব পাপারাজ্জিরা। সম্প্রতি নিজের বাড়ির বারান্দা থেকে ফাঁস হয়েছে ক্যাটরিনার ছবি। সেলেব পাপারাজ্জিরা সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই একেবারে তোলপাড়। রুদ্রমূর্তি ধারণ করেছেন দাবাং গার্ল সোনাক্ষী সিনহা। কাউকে তোয়াক্কা না করে প্যাপেদের ক্রিমিনাল বলে দাগিয়ে দিয়েছেন। কারও অনুমতি ছাড়া অন্দরমহলের ছবি ফাঁস করা দ্বন্ডনীয় অপরাধ বলে উল্লেখ করেছেন সোনাক্ষী। নেটনাগরিদের একাংশও এই ঘটনার তীব্র বিরোধীতা করেছেন।
গোপনীয়তা লঙ্ঘন
প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যৌথভাবে ঘোষণা করেছেন শীঘ্রই তাঁরা দুই থেকে তিন হচ্ছেন। তারকা দম্পতি সবসময়ই ব্যক্তিগত জীবন নিয়ে অত্যন্ত সংযত। ডিউ ডেট যত এগিয়ে আসছে ক্যাটরিনা মুম্বইয়ের বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় খুব একটা বাড়ির বাইরেও দেখা যাচ্ছে না ভিকি ঘরনিকে। এমনকী প্রেগন্যান্সি নিয়ে প্রকাশ্যে বেশি কিছু খোলসা করতে নারাজ হবু বাবা-মা। তাঁদের গোপনীয়তাকে সম্মান না করে এভাবে প্রাইভেসি নষ্ট করা উচিত নয় বলে দাবি সোনাক্ষী থেকে সাধারণ মানুষের একটা অংশের।
আরও পড়ুন তিন মাসের অন্তঃসত্ত্বা! কবে ভূমিষ্ঠ হবে ভিকি-ক্যাটরিনার প্রথম সন্তান?
বিতর্কের সূত্রপাত
বেশ কিছু সেলেব প্যাপ তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাড়ির বারান্দায় বসে থাকা ক্যাটরিনার কিছু ছবি ফাঁস করে। অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এই ধরনের অনৈতিক কাজের জন্য পুলিশি পদক্ষেপেরও দাবি করেছেন। যদিও ক্যাটরিনা এখনও এই গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। মুখ খোলেননি ভিকি কৌশলও। উল্লেখ্য, ফাঁস হওয়া ছবিতে ক্যাটরিনার বেবি বাম্প একেবারে স্পষ্ট।
আরও পড়ুন 'ॐ' মন্ত্র উচ্চারণে নতুন অধ্যায়ের সূচনা, স্ত্রীর বেবি বাম্প আগলে প্রেগন্যান্সি ঘোষণা ভিকি-ক্যাটরিনার
প্রতিবাদী নেটপাড়া
পোস্টের মন্তব্য বিভাগে এক নেটিজেন লিখেছেন, 'এটাকে বলে গোপনীয়তার লঙ্ঘন। ওঁদের বিরক্ত করা উচিত নয়।' আরেকজন লিখেছেন, 'এটা অপরাধ! যিনি এই ছবি তুলেছেন তাঁর বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত।' এই ছবিগুলো সরিয়ে নেওয়ার কথাও বলেছেন নেটিজেনরা। অভিনেত্রী সোনাক্ষী সিনহাও এই গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষোভ উগরে দিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন, 'তোমাদের কী হয়েছে? নিজের বাড়িতে থাকাকালীন তাঁর সম্মতি ছাড়া ছবি তুলে তা প্রকাশ্যে দেওয়া মানে কী? তোমরা অপরাধীর চেয়ে কম কিছু নও। অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা।'
অতীতের পাতা থেকে
এর আগেও ২০২২ সালে আলিয়া ভাট গর্ভবতী থাকাকালীন তাঁরও কিছু ছবি ফাঁস হয়েছিল। সেই সময় আলিয়া সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে পুলিশের হস্তক্ষেপ দাবি করেছিলেন। আলিয়া লিখেছিলেন, 'তোমরা মজা করছ নাকি? আমি নিজের বাড়িতে বসে ছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ আমাকে দেখছে। পরে বুঝলাম পাশের বিল্ডিংয়ের ছাদে দু’জন মানুষ ক্যামেরা তাক করে রেখেছে আমার দিকে। এটা ঠিক?'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us