/indian-express-bangla/media/media_files/2024/12/19/tvIela2F5AjnQdROfxa3.jpg)
Preity zinta on Rapists: ধর্ষকদের শাস্তি প্রসঙ্গে সরব প্রীতি... Photograph: (Instagram)
মেয়েরা এখন সুরক্ষিত নয়। অন্তত ভারতের নানা জায়গায় যেভাবে মেয়েরা ধর্ষিত হচ্ছে এবং তারপর বিচার পর্যন্ত সঠিক হচ্ছে না, সেখানে নারী নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। কিছুদিন আগের আরজি কর কান্ডের ঘটনা সারা বিশ্বকে হিলিয়ে রেখে দিলেও বিচার আজও অধরা।
এরপরেও নানা জায়গায় নানা নৃশংস ঘটনা ঘটেছে। কিন্তু, এই প্রসঙ্গে কোনও নির্দিষ্ট আইন ভারত সরকারের পক্ষে আজও নেই। বরং বিচার বিবেচনা করে জাস্টিস পেতে নির্ভয়ার ৭ বছর লেগে গিয়েছিল। যেখানে একটি মেয়ের ধর্ষনের পর তাঁর পোশাক এবং নানা আচরণ তথা ওই মুহূর্তে সে বাইরে ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে ভারতীয় দণ্ড সংহিতায় এই নিয়ে কেন চূড়ান্ত আইন কিংবা শাস্তির উল্লেখ নেই সেটাও বারবার প্রশ্নের মুখে পড়ে। সেই প্রসঙ্গেই এক আইন আনার কথা বললেন প্রীতি জিনতা।
এবার ইতালি সরকারের নেওয়া এক দারুণ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রীতি। ধর্ষকের সঙ্গে আসলে কী হওয়া উচিত ঠিক সেটাই বর্ণনা করেছেন বলিউড নায়িকা। অভিনেত্রী একটি পোস্ট শেয়ার করেছেন। ইতালি সরকার, ধর্ষকদের জন্য কেমিক্যাল ক্যাস্ট্রেশনকে বৈধ করেছে। যারা জানেন না এটি আসলে কি, ক্যাস্ট্রেশন হল অ্যানাফ্রোডিসিয়াক ওষুধ ব্যবহার করে যৌন কার্যকলাপ এবং লিবিডো কমানোর একটি পদ্ধতি। রাসায়নিক কাস্ট্রেশন সার্জিক্যাল ক্যাস্ট্রেশন থেকে আলাদা, যা শরীরের একটি ছেদনের মাধ্যমে শারীরিক নির্দিষ্ট কিছু গ্ল্যান্ড অপসারণ করে।
What a fantastic move ! Hope @mygovindia also does sometime similar. What do you think folks ? It’s high time there is zero tolerance for such crimes. https://t.co/gXqMjMwtwX
— Preity G Zinta (@realpreityzinta) December 18, 2024
আর প্রীতি ইতালি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সঙ্গে সঙ্গে ভারত সরকারের কাছেও আরজি জানিয়েছেন এমন কিছু করার। অভিনেত্রী নিজের টুইটার হ্যান্ডেলে লিখছেন... "কী অসাধারণ উদ্যোগ। আশা করব ভারত সরকার এমনিই কিছু করবে। আপনারা কি ভাবছেন আম জনতা? আমার মনে হয় এখনই আসল সময়, এধরনের ভয়ঙ্কর ক্রাইম শেষ করার।"
একথা কারওর অজানা নয়, কিছুদিন আগেও আরজি কত ঘটনার প্রতিবাদে বারবার একটাই স্লোগান উঠেছিল, ধর্ষকের শাস্তি একটাই, মৃত্যু চাই। কিন্তু কিছুদিন আগে অভিজিৎ এবং সন্দীপ ধর্ষণ এবং খুন কাণ্ডে জামিন পেতেই যেন আরও একবার বিচারের পুনর্বিবেচনা চাইছেন মানুষ।