Preity Zinta:s বিজেপি ঘনিষ্ঠ হওয়ায় ১৮ কোটির ঋণ মুকুব! চর্চার মাঝে ফুঁসে উঠতেই প্রীতির কাছে নতি স্বীকার কেরালা কংগ্রেসের

Preity Zinta Controvery: প্রীতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বিজেপি যোগ থাকার দরুণ তিনি নাকি ১৮ কোটি ঋণ মুকুব করেছেন। প্রীতি মুখ খুলতেই কী প্রতিক্রিয়া কংগ্রেসের?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
preity zinta

বিজেপি ঘনিষ্ঠ হওয়ায় প্রীতির বিরুদ্ধে ১৮ কোটির ঋণ মুকুবের অভিযোগ

Preity Zinta  Loan Conversy: অভিনয় থেকে আপাতত নিজেকে গুটিয়ে নিয়েছেন বলিউডের বাবলি গার্ল প্রীতি জিন্টা। আইপিএল-এর পঞ্জাব কিংস-এর সহ মালিক হওয়ার দৌলতে চর্চায় থাকেন অভিনেত্রী। সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন বলি ডিভা প্রীতি জিন্টা। অভিযোগ, বিজেপি ঘনিষ্ঠ হওয়র দরুণ প্রীতি জিন্টার মোটা টাকা ঋণ মুকুব করে দিয়েছে নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক। এক্স হ্যান্ডেলে 'কংগ্রেস কেরালা' নামক একটি পোস্টে প্রীতির বিরুদ্ধে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বিজেপি নাকি প্রীতি জিন্টার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করে। সেই জন্য প্রীতি জিন্টার ১৮ কোটি টাকা ঋণ মুকুব করে দিয়েছে। এর ফলস্বরূপ ব্যাঙ্কের উপর প্রচুর পরিমাণ ঋণের বোঝা চেপে গিয়েছে। চর্চার মাঝে নীরবতা ভাঙলেন প্রীতি জিন্টা। তাঁর স্পষ্ট জবাব এই সব অভিযোগ ভিত্তিহীন। 

Advertisment

এক্স হ্যান্ডেলে সুর চড়িয়ে কড়া ভাষায় প্রতিবাদ করেছেন  প্রীতি। অভিনেত্রীর দাবি, '১০ বছর আগে আমি যে ঋণ নিয়েছিলাম ত পরিশোধ করে দিয়েছি। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত নথি প্রমাণসহ আমার কাছে আছে। কেউ আমার জন্য ঋণ মুকুব করে দেয়নি। সোশ্যাল মিডিয়া পেজ আমি নিজে নিয়ন্ত্রণ করি।' কংগ্রেসকে ধিক্কার জানিয়ে প্রীতি লিখেছেন, 'একটি রাজনৈতিক দলের তরফে এই ধরনের ভুয়ো খবর প্রচার করতে লজ্জা করে না! আমার নাম-ছবি ব্যবহার করে রাজনৈতিক দলের এই কীর্তিতে আমি সত্যিই অবাক। এটা রটনা ছাড়া আর কিছু নয়।'

Advertisment

প্রীতি জবাব দিতেই তাঁর কাছে একপ্রকার ক্ষমা চাইল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের সাফাই, 'ঘটনার বিশ্লেষণ করার জন্য ধন্যবাদ। আমাদের যদি কোনও ভুল হয়ে থাকে তাহলে দোষ স্বীকার করছি।' বিদেশি মুন্ডাকে বিয়ে করে বর্তমানে লস অ্যাঞ্জেলসেই সুখের সংসার অভিনেত্রীর। কর্মসূত্রে দুই দুই দেশে যাতায়াত লেগেই থাকে প্রীতি জিন্টার। দিন দুয়েক আগে মহাকুম্ভে পুণ্যস্নান সেরেছেন প্রীতি। সেখান থেকে ছবিও পোস্ট করেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় প্রীতি জিন্টা। বিদেশ থেকে ব্যক্তিগত জীবনের রঙিন মুহূর্তগুলো প্রায়ই সকলের সঙ্গে ভাগ করে নেন। অনুরাগীরা কিন্তু, আজও প্রীতিকে বিগ স্ক্রিনে দেখতে উদগ্রীব।  

bollywood movie Bollywood News bollywood actress Preity Zinta