Advertisment
Presenting Partner
Desktop GIF

বাতিল উড়ান! প্রতিবন্ধকতা পেরিয়ে রাতভোর জেগে কামাখ্যায় পুজো দিলেন প্রীতি জিন্টা

IPL-এ পাঞ্জাব জিততেই কামাখ্যা-দর্শন করে এলেন 'মালকিন' প্রীতি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Preity Zinta, Preity Zinta Kamakhya temple, Preity Zinta news, IPL 2023, Preity Zinta IPL, Kings eleven Punjab, Kamakhya temple, Assam Kamakhya temple, প্রীতি জিন্টা, কামাখ্যা মন্দির, আইপিএল ২০২৩, বলিউডের খবর

কামাখ্যা-দর্শনে প্রীতি জিন্টা

আইপিএল মরশুম আসতেই তারকা মালিক-মালকিনরা শশব্যস্ত। ময়দানে হাজির থেকে নিজেদের টিমের হয়ে গলা ফাটাচ্ছেন শাহরুখ খান, জুহি চাওলা থেকে প্রীতি জিন্টা সকলেই। সম্প্রতি নাইটসদের পরাজিত করে ম্যাচ জেতেন অভিনেত্রীর টিম কিংস ইলেভেন পাঞ্জাব। আর সেই জিতের পরই রাতভোর সফর করে সোজা গুয়াহাটি পৌঁছে যান প্রীতি কামাখ্যা-দর্শনের জন্য।

Advertisment

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে দেখে মন্দির-চত্বরে শোরগোল। তবে কোনওরকম তারকাসুলভ আচরণ না করেই আর পাঁচজন সাধারণ মানুষের মতো ট্র্যাডিশনাল পোশাকে হাজির হয়ে যান পুজো দিতে। পরনে হালকা গোলাপি রঙের চুরিদার, মাথা ঢাকা ওড়নায়। কপালে পুজোর সিঁদুর, গলায় গাঁদা ফুলের মালা। এভাবেই পুজো দিয়ে বেরিয়ে আসতে দেখা গেল প্রীতি জিন্টাকে। আর সেই কামাখ্যা-দর্শনের বেশ কিছু ছবি কোলাজে শেয়ার করে বিশেষ বার্তা দিলেন নায়িকা।

আসলে প্রীতি জিন্টার গুয়াহাটি আসার উড়ান বাতিল হয়ে গিয়েছিল। তবে দমে যাননি তিনি। শেষমেশ কামাখ্যায় পুজো দিয়ে পৌঁছেই যান। সারা রাত ঘুমোননি। রাতভোর জেগে চোখেমুখে ক্লান্তি নিয়ে কামাখ্যায় পুজো দিলেন প্রীতি। আর পুজো শেষেই কিনা ম্যাজিকের মতো শরীর ঝরঝরে। অভিনেত্রী তাঁর সমাজ মাধ্যমের পাতায় লিখলেন, গুয়াহাটি আমার অন্যতম মূল কারণ ছিল কামাখ্যা-দর্শন। যদিও উড়ান ঘণ্টাখানেক দেরি করে, তবে সারা রাত জেগে পুজো দিলাম। মনে হল সব খাটুনি সার্থক। ক্লান্তি দূর হল। শরীরে প্রচণ্ড একটা শক্তি অনুভব করলাম। অদ্ভূত শান্তি লাগল মনে। আপনারা কেউ গুয়াহাটি গেলে অবশ্যই কামাখ্যা-দর্শন করে আসবেন। কেন বললাম, পরে বুঝলে আমাকে ধন্যবাদ জানাবেন।

<আরও পড়ুন: ‘রানিই আমাকে ডেকে সবার সঙ্গে আলাপ করান, কেক কাটেন’, মুগ্ধ অনির্বাণ>

প্রসঙ্গত, ২০১৬ সালে লস অ্যাঞ্জেলসের জনপ্রিয় ব্যবসায়ীকে বিয়ে করে সেখানেই সুখের ঘরকন্না করছেন প্রীতি জিন্টা। বছরখানেক ইন্ডাস্ট্রিতেও তাঁর দেখা নেই। সারোগেসির মাধ্যমে দুই সন্তানও লাভ করেছেন তাঁরা।

IPL kamakhya temple assam Assam bollywood Preity Zinta Bollywood News Entertainment News
Advertisment