জানুয়ারি মাসেই ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মভূষণ' পাওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করেন অভিনেতা। কিন্তু তারপর-ই ঘটে বিপত্তি! রাষ্ট্রপতির ভুলে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় হয়ে গেলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কল্যাণ সিং। কীভাবে? রামনাথ কোবিন্দের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা পোস্টেই যত গণ্ডগোল! অভিনেতার পরিচয় বদলে হয়ে গেল নেতা! আর মুহূর্তের মধ্যেই সেই পোস্টের স্ক্রিনশট ভাইরাল। অতঃপর নেটদুনিয়ায় বিতর্কের অন্ত নেই।
নেটিজেনদের নিশানায় খোদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার রাষ্ট্রপতিভবনে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করা হয় কিংবদন্তী অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। সম্মান প্রদানের সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নিজের নেটমাধ্যমে শেয়ার করেছিলেন রাষ্ট্রপতি। যেখানে অভিনেতার পরিচয় দেওয়া হয় 'শ্রী কল্যাণ সিং'। এদিকে বিজেপি নেতা অনুপস্থিত থাকায় তাঁর ছেলে রাজবীর সিং বাবার হয়ে পদ্মভূষণ হাতে তুলে নেন। তবে রাষ্ট্রপতি টুইটে ভিক্টরের পরিচয়-বিভ্রাট।
অনুষ্ঠানে ভিক্টরের ছবি শেয়ার করে কোবিন্দের পোস্টে লেখা হয়, "জনসংযোগের কারণে রাষ্ট্রপতি কোবিন্দ শ্রী কল্যাণ সিংয়ের হাতে পদ্মবিভূষণ তুলে দিচ্ছেন। একেবারে তৃণমূল স্তর থেকে উঠে আসা একজন নেতা জনগণের সঙ্গে জনসংযোগ স্থাপন করে সফল সমাজকর্মী হয়েছেন।" ব্যস, ডিজিটাইশেনের যুগে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের এমন পরিচয়-বিভ্রাট ভাইরাল হতে সময় নেয়নি। খোদ রাষ্ট্রপতির ভেরিফায়েড পেজ থেকে এত বড় ভুল কীভাবে হয়? সেটাই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।
<আরও পড়ুন: >
বিতর্ক তুঙ্গে উঠতেই ভুল শুধরে নেওয়া হয় রাষ্ট্রপতির তরফে। নতুন পোস্টে অভিনেতার পরিচয় হিসেবে লেখা হয়, "রাষ্ট্রপতি কোবিন্দ পদ্মভূষণ তুলে দিচ্ছেন স্বনামধন্য অভিনেতা, যিনি এযাবৎকাল একাধিক পুরস্কারপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছেন। এবং কলকাতা-মুম্বইতে থিয়েটারে অভিনয়ের জন্যও যথেষ্ট প্রসিদ্ধ।"
প্রসঙ্গত, সত্যজিৎ রায়ের হাত ধরে ভিক্টর বড়পর্দায় যাত্রা শুরু করলেও ফিল্মি কেরিয়ারে রোমান পোল্যান্সকি, জেমস আইভরি, ডেভিড লিন, জেরি লন্ডন, রোনাল্ড নেমির মতো একাধিক আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন পরিচালকের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি আবার মৃণাল সেন, শ্যাম বেনেগালের ছবিতেও অভিনয় করেছেন। সত্যজিতের 'ঘরে বাইরে' সিনেমার জন্য 'সেরা সাপোর্টিং অভিনেতা' বিভাগে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে একসময়ে ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছেন। সেই অভিনেতার হাতেই রবিবার পদ্মভূষণ তুলে দিলেন কোবিন্দ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন