সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সীলমোহর দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র বায়োপিকে। বিবেক ওবেরয় অভিনীত এই ছবিকে 'ইউ' সার্টিফিকেট দিয়েছে সিবিএফসি। উমঙ্গ কুমারের পরিচালনায় মুখ্য চরিত্রেই রয়েছেন বিবেক। নরেন্দ্র মোদীর বায়োপিক, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী' মুক্তি পেতে চলেছে ১১ এপ্রিল।
সেন্সর বোর্ডের সার্টিফিকেট পাওয়ার পরে একটি বিবৃতিতে প্রযোজক সন্দীপ সিং বলেন, ''আমরা ভীষণ খুশি যে সেন্সর বোর্ডের তরফে 'ইউ' সার্টিফিকেট পাওয়া গিয়েছে। অবশেষে ১১ এপ্রিল মুক্তি পাচ্ছে ছবিটি। স্বস্তির কথা এটাই যে সুপ্রিম কোর্টেও আবেদন খারিজ হয়েছে। সমস্ত বেড়াজাল থেকে এখন মুক্ত ছবিটি। আশা করব ভারতের কোনও রাজনৈতিক দলের ছবিটা নিয়ে আর কোনও সমস্যা নেই কারণ নির্বাচন কমিশন, সেন্সর বোর্ড-সহ আদালত থেকে ক্লিন চিট পেয়েছে ছবিটা এবং রিলিজের জন্য তৈরি। প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ।''
আরও পড়ুন, মোদীর বায়োপিক মুক্তি রদের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
প্রথমে ছবিটা ৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু সিবিএফসির ছাড়পত্র না পাওয়ায় তা পিছিয়ে যায়। ছবিটির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলের ভর্ৎসনার মুখে পড়েন। অনেকে ছবিটিকে 'প্রোপাগান্ডা ছবি' বলেন কারণ লোকসভা নির্বাচন ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত চলবে আর তার মধ্যেই মুক্তি পাচ্ছে এই ছবি।
'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী' সেন্সর সার্টিফিকেট পাওয়ার পরে সহ-প্রযোজক আনন্দ পন্ডিত এটাকে মত প্রকাশের স্বাধীনতার জয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, ''শেষমেশ মত প্রকাশের স্বাধীনতাই সামনে এল। ন্যায় বিচার হয়েছে। সমস্ত বাধা অতিক্রান্ত হয়েছে। এবার কেবলমাত্র দর্শকের সামনে আসার সময়। হল গিয়ে বসুন আর ভারতের অন্যতম অনুপ্রেরণামূলক নেতার কাহিনী দেখুন। জয় হিন্দ।''
ছোটবেলা থেকে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত যাত্রাপথকে দেখানো হবে ছবিতে। এই ছবিতে বিবেক ছাড়াও রয়েছেন বোমান ইরানি, বরখা বিস্ত, দর্শন কুমার, জরিনা ওহায়াব, মনোজ যোশী ও আরও অনেকে।
Read the full story In English