Pritam Chakraborty: সরষের মধ্যেই ভূত! ৪০ লাখ টাকা নিয়ে ভাগলবা প্রীতমের অফিসকর্মী, পুলিশের দ্বারস্থ সুরকার

Pritam 40 lakhs Cash Stolen: মিউজিক স্টুডিও থেকে গায়েব ৪০ টাকা টাকা। সুরকীর প্রীতম চক্রবর্তীর অফিস থেকে তাঁরই কর্মী এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করেছেন প্রীতম।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 ৪০ লাখ টাকা নিয়ে ভাগলভা প্রীতমের অফিসকর্মী

৪০ লাখ টাকা নিয়ে ভাগলভা প্রীতমের অফিসকর্মী

Pritam Chakraborty News:মুম্বইয়ের অফিস থেকে সুরকার প্রীতম চক্রবর্তীর অফিস থেকে ৪০ লাখ টাকা গায়েব। মিডিয়া রিপোর্ট মোতাবেক, প্রীতমের অফিসের কর্মীই তাঁর টাকা নিয়ে চম্পট দিয়েছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই মালাদ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। জানা যাচ্ছে, ৪ ফেব্রুয়ারি দুপুর দুটো নাগাদ প্রীতম চক্রবর্তীর গুরুগাঁওয়ের মিউজিক স্টুডিও ইউনিমিউজ রেকর্ডস প্রাইভেট লিমিটেড-এ ঘটনাটি ঘটেছে।

Advertisment

সুরকার প্রীতম চক্রবর্তীর ম্যানেজার বিনীত ছেডাকে সেইদিনই একটি প্রযোজনা সংস্থার কর্মী ব্যাগভর্তি নগদ ৪০ লাখ টাকা ব্যাগ সুরকারের অফিসে পৌঁছে দেন। তারপরই সেই টাকা নিয়ে ভাগলবা অফিসের কর্মী। সপৃরষের মধ্যেই ভূত? ওই ব্যাগে ছিল ৫০০টাকার আট হাজারটি নোট ছিল। সেখানে স্টুডিয়োয় ম্যানেজার ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক আহমেদ খান এবং কমল দিশা। এছাড়াও ছিলেন ওই স্টুডিওর কর্মী আশিস সিয়ালও।

ম্যানেজার বিনীতের দাবি, ওই টাকা স্টুডিওতে রেখেই চলে গিয়েছিলেন প্রীতমের বাড়ি। কিছু কাগজপত্র সই করানোর প্রয়োজন ছিল। রাত সাড়ে ১০ টায় যখন আবার স্টুডিওতে ফিরে আসেন তখন আর ব্যাগটি খুঁজে পাননি তিনি। সন্দেহের তীর প্রীতমের অফিসের কর্মী ৩২ বছর বয়সী আশিস সায়ালের দিকে। বেশ কয়েকদিন ধরেই বেপাত্তা তিনি। 

সূত্রের খবর, ওই দিন বিকেলে আশিস সায়াল প্রীতমের বাড়িতে ব্যাগটি পৌঁছতে গিয়েছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত প্রীতমের বাড়ি যাননি। আশিস সায়ালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। ফোন সুইচ অফ। প্রীতমের ম্যানেজার বিনীত ছেডা প্রীতমকে ঘটনাটা জানাতেই তিনি পুলিশ অভিযোগ জানানোর পরামর্শ দেন।

Advertisment

এক পুলিশ অফিসার জানিয়েছেন, প্রীতমের ম্যানেজার বলেছেন সুরকারের পরামর্শ মেনেই থানায় অভিযোগ জানান বিনীত। পুলিশ অভিযুক্তকে খোঁজার চেষ্টা করছে। ওঁর আত্মীরস্বজনের বাড়িতেও তাঁরা গিয়েছিলেন। ফোনের কলরেকর্ডও দেখা হচ্ছে। মায়ানগরীর বুকে ঘটে চলেছে একের পর এক ঘটনা।

সম্প্রতি সইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতী হামলা হয়েছে। চুরির উদ্দেশ্যেই তাঁর বাড়িতে ঢুকেছিল বলে পুলিশি তদন্তে জানা যাচ্ছে। বর্ষীয়ান অভিনেত্রী পুনম ধিঁলোর বাড়িতেও চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। এবার সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী স্টুডিয়ো থেকে নগদ ৪০ লক্ষ টাকা নিয়ে বেপাত্তা সহযোগী, পুলিশি তদন্তে প্রাথমিক অনুমান এটাই।  

bollywood movie bollywood songs Bollywood News Pritam Chakraborty