New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/virtual.jpg)
সোমবার পৃথ্বীরাজ সুকুমারান ঘোষণা করেছেন, যে তিনি একটি ছবিতে অভিনয় করতে প্রস্তুত হচ্ছেন। যা ‘ভার্চুয়াল প্রযোজনায় পুরোপুরি শ্যুট করা হবে।’ অভিনেতা একটি পোস্টার শেয়ার করেছেন। অভিনেতা জানিয়েছেন যোদ্ধার চরিত্রে দেখা যাবে তাঁকে।
Advertisment
পোস্টার শেয়ারের পাশাপাশি পৃথ্বীরাজ জানিয়েছেন, “এটি চলচ্চিত্র নির্মাণের শিল্প ও বিজ্ঞানের এক অভূতপূর্ব নতুন অধ্যায়! তাই এখন শুটিং শুরু অপেক্ষায়! পরিবর্তনের সময়, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী পদ্ধতি! আর একটি মহাকাব্য বলার মতো গল্প! আপডেটেড থাকার জন্য যোগাযোগ রাখুন!"
View this post on InstagramA post shared by Prithviraj Sukumaran (@therealprithvi) on
Advertisment
শিরোনামহীন প্রকল্পটি পরিচালনা করবেন গোকুলরাজ বাসকার। এই ছবি মালায়ালাম, হিন্দি, তেলেগু, তামিল এবং কান্নাড়ায় মুক্তি পাবে।
Read the full story in English