Pritish Nandy Passed Away: প্রয়াত প্রীতিশ নন্দী। গতকাল রাতে পরিচালক প্রযোজক পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। শুধু তাই নয়, তাঁর মৃত্যুর খবরে বন্ধু অনুপম খের জানিয়েছিলেন বেশ কিছু সোনালী মুহূর্তের কথা। পরিচালক এবং প্রযোজক বেশ কয়েকটি ছবির প্রযোজনা করিয়েছিলেন। যার মধ্যে, চামেলী এবং কাঁটে, শাদি কে সাইড ইফেক্টস, এবং আরও নানা ছবি।
অভিনেত্রী করিনা কাপুর ( Kareena Kapoor Khan ), তাঁর মৃত্যুতে শোকাহত। তিনি চামেলী ছবির একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে করিনা এবং প্রয়াত পরিচালক শুটিং ফ্লোরে, এবং দুজনেই বেজায় হাসছেন। সঙ্গে রয়েছেন অপর্ণা সেন নিজেও। সেই ছবিতে করিনা কিছুই লেখেননি। শুধুই ভালবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। করিনা একা নিন, বরং সুধীর মিশ্র ( Sudhir Mishra ) পরিচালক তাঁকে নিয়ে এমন লিখলেন...
/indian-express-bangla/media/post_attachments/4ee1f1d2-987.png)
"প্রীতিশ নন্দী আমার জীবন বদলে দিয়েছে। একমাত্র তিনিই বানাতে পারতেন 'হাযেরন খাহিশেন আয়েসি। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমি খুব দুঃখিত প্রীতিশ দা। আমি সিক্যুয়েলের জন্য কোনও ধারণা নিয়ে আসতে পারিনি।"
প্রবীণ অভিনেতা সঞ্জয় দত্ত ( Sanjay Dutt ), যিনি অ্যাকশন থ্রিলার কাঁটে (২০০২) এবং লীনা যাদবের শব্দ (২০০৫)-এ অভিনয় করেছিলেন, প্রীতিশের একটি সাদা-কালো ছবি সহ এক্স-এ একটি টুইটও শেয়ার করেছেন, "একজন সত্যিকারের সৃজনশীল প্রতিভা এবং দয়ালু মানুষ ছিলেন আপনি, আপনাকে মিস করা হবে স্যার।
অভিনেতা অনিল কাপুর ( Anil Kapoor ) তার এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে লিখেছেন, "আমার প্রিয় বন্ধু প্রীতিশ নন্দীকে হারিয়ে মর্মাহত ও হৃদয়বিদারক। একজন নির্ভীক সম্পাদক, একজন সাহসী প্রাণ এবং তাঁর কথার মানুষ, তিনি সততার মূর্ত প্রতীক ছিলেন।
উল্লেখ্য, ৭৩ বছর বয়সে তিনি মারা গিয়েছেন। তাঁর ছেলে ইন্ডিয়ান এক্সপ্রেসের স্ক্রিনে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।