বিলাসিতা ছিল শুধু দেখনদারি! বিয়ের আগেই অভিনেত্রীর ‘নকল লাইফস্টাইল’ ধরে ফেলল গোয়েন্দা দল

তবে অভিনেত্রীর বাগদানের ঠিক আগে, ছেলেটির পরিবার তানিয়াদের সঙ্গে যোগাযোগ করে। উদ্দেশ্য ছিল একটাই, অভিনেত্রীর আর্থিক অবস্থা ও বাস্তব জীবনের তথ্য যাচাই করা।

তবে অভিনেত্রীর বাগদানের ঠিক আগে, ছেলেটির পরিবার তানিয়াদের সঙ্গে যোগাযোগ করে। উদ্দেশ্য ছিল একটাই, অভিনেত্রীর আর্থিক অবস্থা ও বাস্তব জীবনের তথ্য যাচাই করা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ghost Wedding: পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মৃতদেহকে বিয়ে করা হয়

বিয়ের আগেই ফাঁসলেন নায়িকা...

বলিউড থেকে আঞ্চলিক তারকাদের জড়িত একাধিক হাই-প্রোফাইল মামলা সামলেছেন প্রাইভেট ডিটেকটিভ তানিয়া পুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমনই এক আঞ্চলিক অভিনেত্রীকে ঘিরে তদন্তের অভিজ্ঞতা শেয়ার করেন— যাকে বাগদানের আগে গোয়েন্দা নজরদারিতে রেখেছিল তার হবু শ্বশুরবাড়ি।

Advertisment

সিদ্ধার্থ কান্নানের সঙ্গে আলাপচারিতায় তানিয়া জানান, "আমরা মাঝে মাঝে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে কেস পাই। দুই-তিন বছর আগে আঞ্চলিক ইন্ডাস্ট্রির একটি কেস পাই। ওই অভিনেত্রী তখন বেশ জনপ্রিয় ছিলেন। প্রচুর আইটেম নম্বর, বিশেষ গান করতেন। তার আশীর্বাদ ঠিক হয়েছিল।"

তবে অভিনেত্রীর বাগদানের ঠিক আগে, ছেলেটির পরিবার তানিয়াদের সঙ্গে যোগাযোগ করে। উদ্দেশ্য ছিল একটাই, অভিনেত্রীর আর্থিক অবস্থা ও বাস্তব জীবনের তথ্য যাচাই করা।

Advertisment

বাধা ভেঙে নতুন অধ্যায়, এই সমকামী-ই বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ! চেনেন?

তানিয়া বলেন, "ওদের সন্দেহ ছিল— যা দেখছেন, তা কতটা সত্য, সেটা নিয়েই। বাহ্যিকভাবে তারা মেয়েটিকে অনেকটাই চিনতেন, কিন্তু নিশ্চিত হতে চেয়েছিলেন।” তদন্তে প্রকাশ পায়, অভিনেত্রীর বিলাসবহুল জীবন আসলে বাস্তব নয়। তিনি জানান, “তার পিআর টিম একটি সম্পূর্ণ গ্ল্যামারাস ইমেজ তৈরি করেছিল। বড় বড় গাড়ি, রিয়েল এস্টেট কেনা- সবই ছিল কাগজে। বাস্তবে তার ৪ ভাগের এক ভাগও নয়। গাড়ি ভাড়া নিতেন, সম্পত্তি কেনার খবর পিআর ছড়িয়ে দিত। নানা ছবিতে সাইন করার খবর- অনেকটাই হাইপ।" 

তানিয়ার কথায়, "ছেলেটি ব্যাপারটা মোটামুটি জানত, কিন্তু পরিবার জানত না। সব সত্য সামনে আসার পর বাগদান আর এগোয়নি। পরিবারের মনে হয়েছিল- আর্থিক স্থিতি নেই, স্রেফ দেখনদারি, সেই বাড়িতে বিয়ে দেবে না।" 

Entertainment News Today Entertainment News