Advertisment

অভিনব উদ্যোগ, প্রিয়া সিনেমা হলে 'কোভিড ভ্যাকসিন' নেওয়ার ব্যবস্থা! দেখানো হবে ছবিও

এই প্রথম দেশের কোনও প্রেক্ষাগৃহে টিকাকরণের ব্যবস্থা করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
priya

একটা আস্ত শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হল প্রিয়া (Priya Cinema Hall) পরিণত হচ্ছে কোভিড টিকাকরণ কেন্দ্রে। এই অভিনব উদ্যোগ প্রেক্ষাগৃহের কর্ণধার অরিজিৎ দত্তের (Arijit Dutta)। নিজে ভ্যাকসিন (Covid Vaccine) নিতে গিয়ে দেখেছিলেন, এই প্রচণ্ড গরমে কতটা কষ্ট করে লাইন দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে, প্রবীণ নাগরিকদের কষ্টটা আরও বেশি। সেই প্রেক্ষিতেই এবার নিজের সিনেমা হলকে পুরোপুরি টিকাকরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার প্রস্তাব রেখেছেন কর্ণধার অরিজিৎ। তবে এমন মানবদরদী উদ্যোগে প্রযোজক তথা প্রিয়া সিনেমা হলের মালিক পাশে পেয়েছেন মেডিকা হাসপাতালকে (Medica Hospital)। শোনা যাচ্ছে, পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়-ই নাকি মেডিকার সঙ্গে অরিজিতের যোগাযোগ করিয়ে দিয়েছেন।

Advertisment

জানা গিয়েছে, মেডিকা হাসপাতালের সঙ্গে প্রাথমিক স্তরে কথাও সেরে ফেলেছেন অরিজিৎ। তাঁরাও ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছেন। তবে আপাতত সংশ্লিষ্ট হাসপাতালে যথেষ্ট সংখ্যক ভ্যাকসিন নেই। তাই সব ঠিক ঠিকঠাক এগোলে তদুপরি যথাপরিমাণ ভ্যাকসিনের আয়োজন হলেই সম্ভবত চলতি মাস থেকে প্রিয়া সিনেমা হলে একই মূল্যে দেওয়া হবে কোভিড টিকা।

উল্লেখ্য, এমন ভাবনা বাস্তবায়িত হলে দেশে এই প্রথম কোনও প্রেক্ষাগৃহ টিকাকরণ কেন্দ্রে পরিণত হবে। পরিকল্পনা অনুযায়ী, হলের একেবারে নীচের তলায় টিকা গ্রহণকারী ব্যক্তির নাম নথিভুক্তের ব্যবস্থা থাকবে। গরমে তাঁদের বাইরেও অপেক্ষা করতে হবে না। শীতাতপ নিয়ন্ত্রিত হলের ভিতরেই বসতে পারবেন তাঁরা। উপরন্তু সিনেমা দেখার ব্যবস্থাও করা হবে সেই সঙ্গে। কাজেই ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ যে উপরি পাওনা হবে, তা বলাই বাহুল্য।

COVID-19 Priya Cinema Hall
Advertisment