Advertisment

Hera Pheri 3: ১৯ বছর পর অক্ষয়-সুনীল-পরেশের মহামিলন, আসছে দম ফাটা হাসির গল্প 'হেরা ফেরি ৩'

Hera Pheri 3 Confirm: ২০০৬-এর পর ফের বড় পর্দায় ত্রয়ীর মিলন। অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালকে নিয়ে সিনেমার তৃতীয় ভাগ বানাচ্ছেন পরিচালক প্রিয়দর্শন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
আসছে দম ফাটা হাসির গল্প 'হেরা ফেরি ৩'

আসছে দম ফাটা হাসির গল্প 'হেরা ফেরি ৩'

Hera Pheri 3 Announcement: সালটা ছিল ২০০০, সেই বছর মুক্তি পেয়েছিল প্রিয়দর্শন পরিচালিত কমেডি মুভি হেরা ফেরি। অক্ষয় কুমার, সুনীল শেট্টি আর পরেশ রাওয়াল ত্রয়ীর মিলন ঝড় তুলেছিল বক্স অফিসে। প্রথম পর্বের সাফল্যের ছ'বছর পর মুক্তি পেয়েছিল হেরা ফেরি ২। সেই ছবিও দারুণ জনপ্রিয় হয় দর্শকমহলে। দ্বিতীয় পর্বের পরিচালক ছিলেন নীরজ ভোরা।

Advertisment

 তৃতীয় পর্বে ফের গ্র্যান্ড কামব্যাক প্রিয়দর্শনের। আরও একবার দর্শককে দমফাটা হাসির গল্প উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক। সৌজন্যে হেরা ফেরি ৩। প্রথম দুটি পর্বের অসামান্য সাফল্যের ১৯ বছর পর তৃতীয় ভাগের গল্পে কোন হাসির খোরাক নিয়ে আসছেন প্রিয়দর্শন সেই অপেক্ষায় দর্শক।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন হেরা ফেরি ৩-এর খবরে সিলমোহর দিয়েছেন। তিনি জানিয়েছেন, দর্শকের চাহিদার নিরিখেই হেরা ফেরি ৩ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। অক্ষয় কুমার আর প্রিয়দর্শন জুটির নতুন রসায়ন দেখতে আগ্রহী দর্শক। অতীতে পরিচালক বলেছিলেন তিনি হেরা ফেরির আর পরবর্তী ভাগ তৈরি করবেন না। কিন্তু, লেটেস্ট সাক্ষাৎকারে জানিয়েছেন, দর্শককে তিনি নিরাশ করতে চান না, সেই জন্যই বড় পর্দায় ফের জুটি বাঁধছেন অক্ষয় কুমার সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। 

Advertisment

৩০ জানুয়ারি পরিচালক প্রিয়দর্শন ইনস্টা স্টোরিতে হেরি ফেরি ৩ নিয়ে আপডেট দিয়েছেন। নিজের জন্মদিনে সুখবর দিয়েছেন দর্শককে। অক্ষয় কুমার প্রিয়দর্শনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ জানিয়ে প্রিয়দর্শন লিখেছেন, 'অক্ষয় তোমাকে অনেক ধন্যবাদ। আমিও তোমাকে একটা রিটার্ন গিফট দেওয়ার অপেক্ষায় রয়েছি। আমি হেরা ফেরি ৩ তৈরি করতে চাইছে। তোমরা তৈরি তো অক্ষয়, সুনীল পরেশ?'

'হেরা ফেরি', 'ভুলভুলাইয়া', খাট্টামিঠা, 'ভাগম ভাগ'-এর মতো ছবিতে অক্ষয়-প্রিয়দর্শন জুটি একেবারে সুপারহিট। 'হেরা ফেরি ৩'-এর খবরে স্বাভাবিকভাবেই খুশি দর্শক। এই মুহূর্তে হরর কমেডি মুভি ভূত বাংলা-র শ্যুটিং করছেন অক্ষয় কুমার ও প্রিয়দর্শন। ৩০ জানুয়ারি প্রিয়দর্শনের জন্মদিনের সকালে দুজনের একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।

ইনস্টাগ্রামে আক্কি লিখেছেন, 'হ্যাপি বার্থডে প্রিয়ন স্যার! ভূতেদের মাঝে ভুতুরে জায়গায় জন্মদিন কাটানোর থেকে ভাল আর কী হতে পারে। আপনার মতো একজন মেন্ট পেয়ে আমি ধন্য। এক একটা সিনেমা তো মাস্টারপিস। আজকের দিনে আপনার জীবনে রি-টেক একটু কম হোক। এই বছরটা দারুণ কাটুক। ভাল থাকুন।'

 

Akshay Kumar bollywood movie Paresh Rawal Bollywood News Bollywood Actor Sunil Shetty Hera Pheri 3
Advertisment