ভ্যালেন্টাইন্স উইক বলে কথা, তারকাদের মধ্যে সেলিব্রেশন হবে না এও আবার হয় নাকি। তাই তো, স্বামী নিক এবং মেয়ে মালতিকে সঙ্গে নিয়েই এবারের ভালবাসার বিশেষ দিন উদযাপন করলেন প্রিয়াঙ্কা চোপড়া।
একান্তে, গোপনে কাছের মানুষদের সঙ্গে মুহূর্ত ভাগ করে নিলেন তিনি। ভালবাসার মানুষ পাশে থাকলে রোজই ভ্যালেন্টাইন্স ডে, আবারও প্রমাণ করলেন প্রিয়াঙ্কা। নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে লিখলেন, “রোজই আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে কারণ নিক আমার সঙ্গে আছে”। এখানেই শেষ নয়। ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতে এক বিশেষ জায়গায় পৌঁছেছিলেন প্রিয়াঙ্কা।
একেই তাঁর নতুন ছবি লাভ এগেইন এর ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই হইচই। তাঁর সঙ্গে সেই ট্রেলারে দেখা গেছে নিক-কেও। প্রিয়াঙ্কা স্পেশ্যাল উপহার দিতে পিছিয়ে নেই নিক নিজেও। লাইভ গান, গিটার সঙ্গে ড্রিংক এবং ডেজার্ট, সব মিলিয়ে প্রেমের বিশেষ দিন এক্কেবারে পারফেক্ট। একে অপরের হাত ধরে রয়েছেন নিক প্রিয়াঙ্কা। ফ্রেমবন্দি করলেন সেই মুহূর্ত। কিন্তু এসবের মাঝেও নিজের মিনি ভার্সনকে ভোলেন নি প্রিয়াঙ্কা। পুঁচকে মালতিকে সঙ্গে নিয়েই একটি ছবি পোস্ট করলেন, যাতে লেখা আমার সারাজীবনের শ্রেষ্ঠ ভ্যালেন্টাইন।
কিছুদিন আগেই, মেয়েকে সকলের সামনে এনেছেন প্রিয়াঙ্কা। খুদে মালতির ঝলক পেতেই সোশ্যাল মিডিয়ায় হইহই রইরই। কেউ বলেছেন, মায়ের মতই মিষ্টি আবার কেউ বলেছেন, এতো বাবার থেকে কোনও অংশেই কম না। এতদিন অন্তরালে রাখলেও একবছরে পা দিতেই মেয়ের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। সামনেই ভারতে নতুন ছবির কাজ শুরু করবেন। বিরাট ব্যস্ত দেশি গার্ল।