প্রিয়াঙ্কা চোপড়া বলে কথা, তাঁকে দিয়ে এহেন একটি চরিত্রে অভিনয়! মাথা খারাপ? নিজের চিন্তাভাবনাকে নিজেই দোষ দিয়েছিলেন বাঙালি পরিচালক। উঠে চলে আসতেও চেয়েছিলেন।
Advertisment
তিনি দ্যা প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর ঔরা হোক অথবা অভিনীত ছবি, তাতে সবটা জুড়েই গ্ল্যামার। মিস ওয়ার্ল্ড বলে কথা। তাঁকে দিয়ে কিনা এই চরিত্র? ভেবেও মাথা চাপড়াতে ইচ্ছে হয়েছিল অনুরাগের। প্রিয়াঙ্কা চোপড়া এলেন, পরনে একটা কাটআউট গাউন, এসে সোফায় বসতে না বসতেই উঠে পড়েন অনুরাগ। কিন্তু কেন..?
বরফির চরিত্র ঝিলমিল... যেকারনে প্রিয়াঙ্কাকে এক্কেবারে অন্যরকমভাবে চিনেছিলেন সকলে, সেই চরিত্রটি বর্ণনা করতেই অনুরাগে গিয়েছিলেন প্রিয়াঙ্কার বাড়িতে। এমন একটি চরিত্র, যাতে অনেক অন্যরকম প্রয়োগের প্রয়োজন ছিল। সেটি আদৌ প্রিয়াঙ্কা করতে পারবেন? অনুরাগ তাঁকে টপ টু দি দেখার পর, উঠে গেলেন। প্রিয়াঙ্কা তো বেশ অবাক। অনুরাগ সোজা বলেন, আমি নিজেই পাগল। কীভাবে আমি প্রিয়াঙ্কা চোপড়াকে ঝিলমিল হিসেবে ভাবতে পারি। এটা হয় না, তুমি দেখো একবার নিজেকে।
Advertisment
ঘটনার কিছুই প্রিয়াঙ্কা বুঝতে পারেননি। আদৌ কেন এহেন আচরণ করছেন অনুরাগ, মাথার ওপর দিয়ে যাচ্ছিল প্রিয়াঙ্কার। শুধু এটুকুই অনুরোধ করেছিলেন, তুমি গল্পটা বলতে এসেছ, চরিত্রটা নিয়ে আলোচনা করতে এসেছ, সেটা তো করো। তারপর, না হয় ভেবে দেখব যে আমি করতে পারি নাকি না। এরপরই শান্ত হন অনুরাগ।
উল্লেখ্য, ঝিলমিল চরিত্রে প্রিয়াঙ্কা তাক লাগিয়েছেন। বরফি ছবিটিও তাঁর জীবনে অন্যতম একটি সেরা ছবি। ঝিলমিল - হিসেবে উপস্থাপন করার আগে নানা কাজ করেছেন তিনি। ওয়ার্কশপে মন ডুবিয়ে রেখেছিলেন তিনি। এখন যদিও, বলিউড ছেড়ে হলিউডে আস্তানা গেড়েছেন তিনি।