Priyanka Chopra: গলার কাছে লম্বা করে কাটা, রক্তারক্তি প্রিয়াঙ্কা চোপড়ার!

Priyanka Chopra news: দ্যা ব্লাফের শুটিং করছিলেন প্রিয়াঙ্কা। বেশ অনেকদিন বাড়ি থেকে দুরেও ছিলেন। কিন্তু শুটিং চলাকালীন যে এভাবে তাঁকে আঘাতের মুখে পড়তে হতে পারে সেকিথা যেন আগেই বুঝতে পেরেছিলেন তিনি।

Priyanka Chopra news: দ্যা ব্লাফের শুটিং করছিলেন প্রিয়াঙ্কা। বেশ অনেকদিন বাড়ি থেকে দুরেও ছিলেন। কিন্তু শুটিং চলাকালীন যে এভাবে তাঁকে আঘাতের মুখে পড়তে হতে পারে সেকিথা যেন আগেই বুঝতে পেরেছিলেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Priyanka Chopra hurt herself during shooting

Priyanka Chopra: কী হল প্রিয়াঙ্কার?

একদিকে যখন পাঞ্জাবকে টু-নাইট শোতে নিয়ে গেলেন দিলজিত, ঠিক তখনই আরেক পাঞ্জাবি কন্যা কী কাণ্ড ঘটিয়ে বসলেন? প্রসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি অভিনেত্রী নিজেই জানালেন সেই দুর্ঘটনার কথা।

Advertisment

দ্যা ব্লাফের শুটিং করছিলেন প্রিয়াঙ্কা। বেশ অনেকদিন বাড়ি থেকে দুরেও ছিলেন। কিন্তু শুটিং চলাকালীন যে এভাবে তাঁকে আঘাতের মুখে পড়তে হতে পারে সেকিথা যেন আগেই বুঝতে পেরেছিলেন তিনি। অভিনেত্রী হিসেবে এর আগেও হয়তো অনেক কাটাছেঁড়া হয়েছে। তবে, এবার…

প্রিয়াঙ্কা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন কীভাবে আঘাত পেয়েছেন তিনি। গলার কাছে লম্বা করে কাটা দাগ। বেশ দগদগে লাল হয়ে রয়েছে জায়গাটি। অভিনেত্রী সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তারপর লিখলেন...

Advertisment

আরও পড়ুন - Alka Yagnik: প্লেন থেকে নামতেই অঘটন! শ্রবণশক্তি হারালেন গায়িকা অলকা ইয়াগ্নিক!

publive-image

ওহ! কাজের সুত্রে কিছু অঘটন তো ঘটেই যায়। এবং তাঁর সঙ্গে অভিনেত্রী এও জানালেন স্টান্ট করতে গিয়েই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। বর্তমানে, শুধু হলিউডেই কাজ করতে প্রস্তুত তিনি। বলিউডে অনেকদিনই তাঁর পাত্তা নেই।

এর আগে যদিও বা সিটাদেল-এ তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু, তা সাফল্যের মুখ দেখেনি। বলিউডে একটি ছবিতে তাঁকে দেখতে পাওয়ার কথা থাকলেও প্রিয়াঙ্কা নাকি সেটি থেকে সরে গিয়েছেন।

bollywood priyanka chopra Entertainment News