Advertisment
Presenting Partner
Desktop GIF

Priyanka Chopra LA Home: জ্বলে পুড়ে ছাই! দাবানলে ভয়ঙ্কর পরিস্থিতি প্রিয়াঙ্কার বাড়ির সামনে, আতঙ্কে ঘুম উড়েছে দেশী গার্লের

Priyanka Chopra Home: অভিনেত্রী বেশ কয়েকটি ভিডিও এবং ছবি শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে কয়েক হাজার একর জমি পুড়ে গিয়েছে। এবং...

author-image
Anurupa Chakraborty
New Update
priyanka chopra LA house fire

প্রিয়াঙ্কার বাড়ির সামনে দাবানল, অভিনেত্রীর যা অবস্থা Photograph: (Instagram)

Priyanka Chopra LA House: দাবানল, ধেয়ে আসছে আগুন! অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া দেখালেন কী ভয়ঙ্কর পরিস্থিতি তাঁর বাড়ির সামনে। তাঁর আমেরিকার বাড়ির সামনে এমন ভয়াবহ আগুন দেখে চমকে উঠেছেন বিশ্ব সুন্দরী। প্যালিসেডস আগুনে ছারখার LA এর অনেকটাই।

Advertisment

অভিনেত্রী বেশ কয়েকটি ভিডিও এবং ছবি শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে কয়েক হাজার একর জমি পুড়ে গিয়েছে। এবং বহু মানুষ সেই জায়গায় যাদের বাসস্থান সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন, সেই জায়গায় অনেক তারকার বাড়ি পর্যন্ত ছিল। দাবানলের এহেন ভয়াবহ রূপ দেখে গতকাল রাতে যে তিনি ভয়াতুর, সে কথা নিজেই শেয়ার করেছেন। হাওয়া দিলেই আগুন ছড়িয়ে পড়ে। ক্রমশ সেই আগুন এগিয়ে আসছিল তাঁর বাড়ির দিকে। অভিনেত্রী সেই ভিডিও শেয়ার করে লিখেছেন..

আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। তাঁদের সকলের সঙ্গে আমার প্রার্থনা যারা এই আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছেন। আশা করছি, আজ রাতটা আমরা সুরক্ষিত থাকব আজ। এখানেই শেষ না। অভিনেত্রী এও জানালেন, এই আগুনে বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। রাতের বেলা মানুষ নিজেদের আশ্রয় হারিয়ে কোথায় থাকবেন, এই নিয়েই আতঙ্কে ছিলেন তিনি। লিখেছিলেন, ঈশ্বর যেন আমাদের রক্ষা করেন। দাবানলের আগুন যে এত বিপদ সৃষ্টি করবে, তাতে বেশ ভয়েই ছিলেন।

Advertisment

কিন্তু, এখন বিপদ অনেকটাই আয়ত্বে এসেছে। সারারাত LA সরকার মানুষকে উদ্ধার করতে এবং আগুন নেভাতে তৎপর ছিল। তাঁদের সাহসিকতায় মুগ্ধ অভিনেত্রী। কুর্নিশ জানিয়েছেন তাঁদের যারা অক্লান্ত পরিশ্রম করে আগুনকে আয়ত্বে এনেছেন। এখন অনেকেই বিপদ সীমার বাইরে আছেন। অভিনেত্রী লিখছেন, যারা সারা রাত অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন এবং মানুষকে সাহায্য করেছেন তাঁদের প্রশংসা পাওয়া উচিত।

উল্লেখ্য, দীর্ঘ বহুবছর বলিউডে কাজ করার পর তিনি বলিউডে গিয়ে কাজ শুরু করেছিলেন। তারপর নিক জনাসের সঙ্গে বিয়ে, এবং এখন এক কন্যা সন্তানের মা তিনি। যদিও জানা যাচ্ছে, আগামীতে রাজামৌলির পরের ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে।

Bollywood Celeb Home bollywood priyanka chopra bollywood actress
Advertisment