বোনের বিয়েতে এসেও ধ্বস্তাধস্তি! প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভব্য আচরণ, ঠেলে সরালেন…

এহেন সমস্যায় পড়েছেন বহু তারকাই, রেগে আগুন প্রিয়াঙ্কার নিরাপতারক্ষীরা

এহেন সমস্যায় পড়েছেন বহু তারকাই, রেগে আগুন প্রিয়াঙ্কার নিরাপতারক্ষীরা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Priynaka Chopra, Priynaka Chopra airport, Priynaka Chopra fan, Priynaka Chopra selfie airport, priyanka, priyanka news, Parineeti Chopra Raghav Chadha engagement, parineeti chopra, raghav chadha, প্রিয়াঙ্কা চোপড়া, বলিউড,

পরীর বিয়েতে তাঁর মিমি দিদি

বোনের আশীর্বাদ বলে কথা, আর তাতে দিদি আসবেন না এও হয়। দিল্লিতে বসেছে পরিণীতি এবং রাঘব চাড্ডার আশীর্বাদের আসর। আর তাতেই আজ সকালে এসে উপস্থিত হয়েছেন দেশী গার্ল। কিন্তু বিমানবন্দরে নেমে ঠিক সুখকর থাকল না পরিস্থিতি।

Advertisment

পরনে হালকা বেইজ রঙের পোশাক, চোখে চশমা..এবার বাড়ির অনুষ্ঠানে একাই এসেছেন তিনি। মেয়ে মালতী এবং নিক আসেন নি সঙ্গে। নিরাপত্তারক্ষীদের অনেককে দেখা গেলেও সেলেবদের সঙ্গে এয়ারপোর্টে তাঁর অনুরাগীদের ধস্তাধস্তি যেন প্রতিদিনের অভ্যাস হয়ে গিয়েছে। এবারও হল না তাঁর ব্যতিক্রম। প্রিয়াঙ্কাকে দেখে ছুটে এলেন অনেকে।

কিন্তু, নিজেকে যতটা শান্ত রাখা যায় ততটাই থাকলেন প্রিয়াঙ্কা। কিছুটা হতচকিত হলেও হাসিমুখে দাঁড়িয়ে ছবি তুললেন। তাঁর নিরাপত্তারক্ষীরা বাঁধা দিলেও অপেক্ষা করলেন অভিনেত্রী। বিন্দুমাত্র রাগ না দেখিয়ে হাসিমুখে সকলের সঙ্গে কথাও বললেন। তবে, অনুরাগীদের এহেন আচরণে কিছুটা অস্বস্তিতে নেটপাড়া। তাঁদের কথায়, একজন তারকার সাধারণ জীবন নেই? এরম ভাবে কেউ ছুটে এলেও শান্ত থাকতে হবে? আর হাসিমুখে কথা না বললে আমরা ট্রোল করব। আবার কেউ বললেন, প্রিয়াঙ্কা যথেষ্ট ভদ্রতা দেখিয়েছেন, এই নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই।

Advertisment

আরও পড়ুন < ‘চলো, কেটে পড়ি…’, সুযোগ পেতেই হাত মেলালেন ‘দুই প্রাক্তন’ ইমন-স্বস্তিকা >

উল্লেখ্য, কিছুদিন আগেই এহেন পরিস্থিতিতে পড়েছিলেন শাহরুখ খান। এয়ারপোর্টে তাঁকে ঘিরে ধরেন সকলে। ছবি না তুললে যেতে দেওয়া হবে না এমন আওয়াজ তোলেন ভক্তরা। ফলেই কিছুটা রেগে আছেন সিনেপ্রেমীরা। তাঁদের কথায়, ছবি তুলতে গিয়ে অভব্য আচরণ করতে হবে এটার কী অর্থ? প্রিয়াঙ্কা তো দূর, এমন করলে সাধারণ একটি মেয়েও রেগে যাবে বলে দাবি করেছেন তাঁরা।

bollywood priyanka chopra Entertainment News