scorecardresearch

ছবির প্রিমিয়ারে সহ অভিনেতাকে প্রকাশ্যে আদর প্রিয়াঙ্কার, হাত ধরে টেনে নিলেন নিক!

সিটাডেলের পর লাভ এগেইন, হলিউডে উড়ছেন প্রিয়াঙ্কা, সঙ্গী হয়েছেন নিক জোনাস

priyanka chopra bollywood news, bollywood news on peecee, প্রিয়াঙ্কা চোপড়া nick jonas, priyanka chopra, nick-priyanka, nick priyanka duet, nick prasing priyanka, bollywood news, bollywood update
নিক-প্রিয়াঙ্কা

সাফল্যের শীর্ষে প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর নতুন ছবি ‘লাভ এগেইন’ এর প্রিমিয়ারে হাজির ছিলেন অনেকেই। নিউ ইয়র্কে হল ছবির প্রিমিয়ার, সেখানেই ঘটল এক মজার ঘটনা।

প্রিয়াঙ্কার এই ছবি প্রেমে ভরপুর। ফলেই ছবির স্বার্থে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি এবং তাঁর সহ অভিনেতা স্যাম হিউগ্যন। রেড কার্পেটে দাঁড়িয়ে ছবি তোলার সময়ই প্রকাশ্যে একে অপরের দিকে চুমু নিক্ষেপ করেন। দুজনেই বেজায় আনন্দ নিয়েছেন সমস্ত মুহূর্তের। কিন্তু সেই একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস নিজেও।

ঠিক তাঁর পরমুহূর্তেই নিককে দেখা যায় প্রিয়াঙ্কার সঙ্গে ছবি তুলতে। কিন্তু কিছু সময় পরেই প্রিয়াঙ্কাকে হাত ধরে অন্যত্র নিয়ে যেতে চান নিক। কিন্তু হেসেই তাঁকে বাঁধা দিলেন প্রিয়াঙ্কা। এমনিতেও তিনি রেড কার্পেট কুইন। ফলেই সেইসময় সমস্তটা উপভোগ করা বাঞ্ছনীয়।

উল্লেখ্য, এখানেই শেষ নয়। প্রিয়াঙ্কা নিকের বয়স নিয়ে সবসময়ই হাসি মজা করেন সকলে। আর এই কার্পেটে বিশেষ করে নিক এর সঙ্গে প্রিয়াঙ্কাকে দেখে তাঁদের বক্তব্য, মা যখন বাচ্চাকে ঘুরতে নিয়ে আসে এমনই লাগে। যদিও, দুজনের মধ্যে বিন্দুমাত্র সেই নিয়ে কোনও সংকোচ নেই। দশ বছরের বিভেদ তারা গর্বের সঙ্গেই স্বীকার করেন।

কিছুদিন ধরেই সিটাদেল টক অফ দ্যা টাউন। স্পাই থ্রিলারে দারুণ প্রশংসা পেয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর হলিউড কেরিয়ার বলাই বাহুল্য, শুরুতেই পাখনা মেলতে শুরু করেছে। এমনকি মুম্বাইয়ে এসেও বুঝেছিলেন, তাঁর প্রতি ভালবাসা কমেনি ভারতের মানুষের।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Priyanka chopra new film love again premiere