scorecardresearch

প্রথমবার মেয়ে কোলে মুম্বইতে নিক-প্রিয়াঙ্কা, মাসি পরিণীতির বাগদানের জন্যই ‘মামাবাড়ি’তে মালতি?

খুদের গুবলু-মিষ্টি ছবি মন কেড়েছে নেটদুনিয়ার।

Priyanka Chopra, Nick Jonas, Nick Priyanka, Nick Priyanka daughter, Malti Merry chopra jonas, Nick Priyanka Mumbai, Parineeti Chopra, নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়া, নিক প্রিয়াঙ্কা, নিক প্রিয়াঙ্কার মেয়ে, মালতি মেরি চোপড়া জোনাস, সিটাডেল, পরিণীতি চোপড়া, বলিউডের খবর
মেয়ে মালতি মেরিকে নিয়ে প্রথমবার মুম্বইতে নিক-প্রিয়াঙ্কা

প্রথমবার মেয়ে মালতি মেরিকে নিয়ে মুম্বইয়ে পা রাখলেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে অবতরণ করতেই জোনাস দম্পতিকে ঘিরে ধরল পাপ্পারাজিরা। ক্যামেরার লেন্সের ফোকাসে শুধুই দেশি গার্লের খুদে। ভাইরালও হল দাবানল গতিতে।

প্রথমবার মামাবাড়ির দেশে। অতঃপর মালতি মেরির মিষ্টি ছবি লেন্সবন্দি করতে যে হুড়োহুড়ি পরবে, তা বলাই বাহুল্য! হলও তাই। তবে মেয়ের ছবি তোলায় কোনওরকম আপত্তি করলেন না নিক-প্রিয়াঙ্কা। যেখানে বলিউড তারকারা বাচ্চাদের মুখ ঢাকতে এত্ত ব্যস্ত। সেখানে জোনাস দম্পতির এমন আচরণ মন কাড়ল নেটপাড়ার। তাই প্রশংসায় ভরাতেও ভুললেন না অনুরাগীরা। খুদে মালতীকে দেখে কারও মন্তব্য, ‘উফ! চোখ সরাতে পারছি না।’ কেউ বা আবার বললেন, ‘বাচ্চার ছবি তোলায় কোনও আপত্তি করলেন না মা-বাবা, এটা সত্যিই প্রশংসনীয়।’

সবমিলিয়ে নিক-প্রিয়াঙ্কার ভারত সফরে আকর্ষণের কেন্দ্রবিন্দু মালতি মেরি। আবার কারও কৌতূহল, তাহলে কি মাসি পরিণীতি চোপড়ার বাগদানের জন্যই মুম্বইতে কন্যা-সহ পাড়ি দিলেন নিক-প্রিয়াঙ্কা? সেই উত্তর যদিও অধরা। তবে তাঁদের মুম্বই-সফরের নেপথ্যে আরেকটি কারণও রয়েছে। সেটি হচ্ছে প্রিয়াঙ্কার বহু প্রতীক্ষিত হলিউড ছবি ‘সিটাডেল’-এর প্রচার। সেই সিনেমার প্রচারের জন্যই মায়ানগরীতে সপরিবারে হাজির হয়েছেন নিক-প্রিয়াঙ্কা। সঙ্গে অভিনেত্রী মা মধু চোপড়াও রয়েছেন।

[আরও পড়ুন: ‘কুন্তল ঘোষের টাকায় দুবাই? ED আসবে বলে উড়ছেন..!’ ভয়ঙ্কর কটাক্ষ বনি সেনগুপ্তকে]

কালিনা বিমানবন্দর থেকে বেরিয়েই হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিলেন নিক-প্রিয়াঙ্কা। মেয়ের মালতির ছবিও যাতে পাপ্পারাজিরা তুলতে পারেন, সেই ব্যবস্থাও করলেন। প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর ‘সিটাডেল’ সহকর্মী রিচার্ড ম্যাডেন এপ্রিলের ৩ তারিখ এশিয়া প্যাশিফিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। তার দিন তিনেক আগেই মুম্বইতে পা রাখলেন নিক-প্রিয়াঙ্কা।

গুবলু, মিষ্টি মালতির ছবি দেখে আনন্দে আত্মহারা অনুরাগীরা। ছবি-ভিডিও যে গতিতে ভাইরাল হচ্ছে, তাতেই স্পষ্ট।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Priyanka chopra nick jonas bring daughter malti to india for the first time