Advertisment
Presenting Partner
Desktop GIF

Unfinished: অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার লেখিকাও

আমেরিকান টিভি শো প্রিয়াঙ্কাকে বিশ্বের দরবারে পরিচিত করে। তবে আবার বলিউডে ফিরছেন দেশী গার্ল। সলমন খানের বিপরীতে আলি আব্বাস জাফরের পরিচালনায় 'ভারত' ছবিতে দেখা যাবে তাঁকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ঋষি কাপুর, টুইঙ্কল খান্না, আয়ুষ্মান খুরানা, নাসিরুদ্দিন শাহের তালিকায় এবার নাম লেখালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দেশী গার্লের লেখা বইয়ের নাম 'আনফিনিশড'। ব্যক্তিগত অভিজ্ঞতা, ছোটগল্পের সংকলন এই বই। সামনের বছর থেকেই দোকানে পাওয়া যাবে 'আনফিনিশড'। পাবলিকেশন সংস্থা পেঙ্গুইনের তরফ থেকে জানানো হয়েছে একথা।

Advertisment

প্রকাশকের আশা, বড় স্বপ্নকে বাস্তবায়িত করার অদম্য ইচ্ছাকেই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা দেবে এই বই। নিজের আত্মজীবনী প্রসঙ্গে কথা বলতে গিয়ে 'কোয়ান্টিকো' অভিনেত্রী বলেন, "আমার লেখা বই একদম আমার মত। সৎ, হাসিখুশি, দৃঢ় এবং প্রতিবাদী, সব স্বাদ থাকবে। আমি চিরকালই ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রাখতেই পছন্দ করে এসেছি। আমার আনুভুতি নিয়ে কখনই কথা বলিনি, তবে আজ আমি তৈরি।"

 publive-image

পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের সিনিয়র এডিটর মানসী সুব্রাহ্মন্যম বলেন, "প্রিয়াঙ্কা চোপড়ার এই বই শুধুমাত্র জীবনী নয়, যেসব মহিলারা নিজেদের লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছেন এটা তাদের জন্য ম্যানিফেস্টো। পৃথিবীর প্রভাবশালী মহিলাদের মধ্যে প্রিয়াঙ্কা অন্যতম। ওঁর আপোষহীন কাজের শক্তি ওঁকে মানুষ হিসেবে পরিণত করেছে।"

আরও পড়ুন: Irrfan Khan Health: ক্যানসার আক্রান্ত ইরফানের খোলা চিঠি

১৭ বছর বয়সে মিস ইন্ডিয়া বিউটি কনটেস্ট জিতে পিগি চপস পা রাখেন গ্ল্যামারের জগতে। এরপর বিশ্ব সুন্দরীর খেতাব। ফিরে তাকাতে হয়নি তাঁকে। আমেরিকান টিভি শো প্রিয়াঙ্কাকে বিশ্বের দরবারে পরিচিত করে। তবে আবার বলিউডে ফিরছেন দেশী গার্ল। সলমন খানের বিপরীতে আলি আব্বাস জাফরের পরিচালনায় 'ভারত' ছবিতে দেখা যাবে তাঁকে।

priyanka chopra
Advertisment