এদিন নিউইয়র্কের গোলাপী কার্পেটে যেন তারকা সম্মোহন। বলিউড থেকে হলিউডে ছড়িয়ে পড়েছে স্টারেদের পোশাকের মহিমা। মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্টস অ্যানোয়াল কস্টিউম ইনসস্টিটিউট বেনেফিট অর্থাৎ মেট গালায় বসেছিল পোশাকের মেলা। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়াদেরও দেখা গেল সেখানে। তবে মেট গালা ইভেন্টেই শেষ নয় সবটা, রাতে নৈশভোজে অন্যরূপে দেখা দিলেন তারকারা।
সোশাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে দেখা গেল আফটার পার্টিরও ছবি। নিক জোনাস ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে নৈশভোজের আড্ডায় পিগি চপস।
চমকদার পোশাকে পার্টিতেও নজর কাড়লেন দেশি গার্ল। দীপিকাকে দেখা গেল হলুদ ফ্লোর লেনথ ড্রেসে। এই বছর মেট গালার থিম ছিল ‘ক্যাম্প: নোটস অন ফ্যাশন’। প্রিয়াঙ্কা ও দীপিকা ছাড়াও নজরে এলেন কেটি পেরি। এই আমেরিকান পপ সেনশেসন আস্ত বার্গার সেজে হাজির গলেন পার্টিতে।
হ্যারি স্টাইল ও মার্ক রনসন পার্টি মিউজিকের দায়িত্ব নিলেন। জর্জ ক্লুনি, কিম কার্দাশিয়ান, কেন ওয়েস্টদেরও দেখা গেল মেট গালার নৈশভোজে।
Read the full story in English