scorecardresearch

মার্কিন মুলুকে বিদেশি বন্ধুদের সঙ্গে দেশি স্টাইলে হোলি খেললেন প্রিয়াঙ্কা-প্রীতি জিন্টারা, দেখুন

হোলিতে কেলেঙ্কারি কাণ্ড! দেখুন কি অবস্থা মার্কিন মুলুকে…

priyanka chopra, preity zinta, priyanka chopra holi new york, priyanka chopra nick jonas, priyanka chopra bollywood, preity zinta holi party, preity zinta priyanka chopra holi celeb, bolly stars holi, nick jonas holi, holi celebs parties
বলি তারকাদের হোলি

রঙের উৎসব বলে কথা। এই উৎসবে গা ভাসান তারকাদের অনেকেই। কিন্তু বিদেশে রং খেলার উন্মাদনা সে এক এক অন্য পর্যায়ে। প্রিয়াঙ্কা চোপড়া এবং প্রীতি জিনতার দোল উদযাপন দেখে বাহ বাহ করছে নেটপাড়া।

দুজনেই বলিপাড়ার নামজাদা অভিনেত্রী। বিবাহ এবং কর্মসূত্রে এখন মার্কিন মুলুকের বাসিন্দা। কিন্তু উৎসব পার্বণ উপলক্ষে এক হবেন না এও আবার হয় নাকি? দুই বলি সুন্দরী একসঙ্গে মাতলেন রঙের উৎসবে। দুজনেই হাজির ছিলেন তাঁদের পার্টনারদের সঙ্গে নিয়ে। একদিকে প্রিয়াঙ্কা নিক অন্যদিকে জেনে আর প্রীতি… সব মিলিয়ে জমজমাট হোলি উৎসব।

দেদার রং খেলেছেন দুই তারকা। রং খেলতে গিয়ে প্রিয়াঙ্কা তাড়াও খেয়েছেন নিকের। অভিনেত্রী সেই ছবি শেয়ার করেই লিখলেন, আমরা খুব সিরিয়াস নিয়ে নিয়েছি বিষয়টাকে। সবাইকে রঙিন শুভেচ্ছা। মাথা থেকে পা পর্যন্ত রঙে মাখামাখি… বিদেশের মাটিতে এক ভিন্ন ধরনের হোলি পালন করেছেন তাঁরা। এদিকে প্রীতি এবং প্রিয়াঙ্কাকে সঙ্গে দেখেও অবাক অনেকেই। যদিও, সকলের প্রশ্ন একটাই আপনাদের ছেলে-মেয়েরা কই? খুদেদের রং খেলা দেখতেই আগ্রহী সকলে।

priyanka chopra, preity zinta, priyanka chopra holi new york, priyanka chopra nick jonas, priyanka chopra bollywood, preity zinta holi party, preity zinta priyanka chopra holi celeb, bolly stars holi, nick jonas holi, holi celebs parties

কেউ জিজ্ঞেস করলেন, আপনারা বন্ধু নাকি? আবার কেউ বললেন, একসঙ্গে রঙিন দুই তারকা। বেশিরভাগের বক্তব্য, বলি সুন্দরীদের মার্কিন মুলুকের দোল খেলা দেখে বোঝবার জো নেই যে তারা ভারতে আছেন নাকি বিদেশে। প্রসঙ্গত, হলিউডের নতুন ছবি নিয়ে এখন বেজায় ব্যাস্ত প্রিয়াঙ্কা। সদ্যই মেয়ের সঙ্গে সকলের পরিচয় করিয়েছেন তিনি। এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Priyanka chopra preity zinta holi festival with their husbands