scorecardresearch

প্রথমবার গুবলু-মিষ্টি মেয়ের মুখ দেখালেন মা প্রিয়াঙ্কা, যেন হুবহু বাবা নিক জোনাস!

প্রিয়াঙ্কার মেয়ে মালতী মেরির ছবি ঝড় তুলল নেটপাড়ায়।

priyanka chopra, priyanka chopra daughter, Malti Marie Chopra Jonas, Priyanka Chopra age, Nick Jonas, Priyanka Nick, Sophie Turner, Priyanka chopra mother name, Joe Jonas, Kevin Jonas, Hollywood, Bollywood, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, প্রিয়াঙ্কার মেয়ে, মালতী মেরি চোপড়া জোনাস, নিক প্রিয়াঙ্কা, হলিউডের খবর
মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের ছবি প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা চোপড়া

সদ্য ১ বছরে পা রেখেছে মালতী মেরি চোপড়া জোনাস। মেয়ের জন্মদিনের ছবি আগেভাগেই প্রকাশ্যে এনেছিলেন নিক-প্রিয়াঙ্কা। কিন্তু সন্তানের মুখ দেখাননি। তবে এবার আর রাখঢাক নয়! মেয়ের একবছর পূর্ণ হতেই মুখ দেখালেন মা-বাবা। সেই মিষ্টি-গুবলু মালতী মেরির ছবি দেখে নেটপাড়ায় একেবারে ঝড় উঠেছে।

সম্প্রতি ‘হলিউড ওয়াক অফ ফেম’ স্টার পুরস্কারে ভূষিত হয়েছে জোনাস ভাইয়েরা। সেখানেই নিক, কেভিন ও জোয়ি জোনাসদের পাশে থাকতে হাজির ছিলেন গোটা জোনাস পরিবার। সেখানেই দেখা গেল খুদে মালতী মেরিকে। একেবারে ধবধবে সাদা ফুটফুটে রাজকন্যে। মায়ের কোলে বসে খুনসুঁটিতে মত্ত সে।

পরনে সাদা সোয়েটার। মাথায় বো হেয়ারব্যান্ড। মায়ের কোলে দাঁড়িয়ে ফুটফুটে চোখে চেয়ে রয়েছে। তবে এবার আর মেয়ের ছবি তুলতে বাঁধা দেননি তিনি পাপ্পারাজিদের। মালতী মেরির সেই মিষ্টি ছবি দেখে একেবারে শোরগোল নেটপাড়ায়। অনুরাগীরা বলছেন, মেয়ে তো হুবহু বাবা নিক জোনাসের মতো দেখতে।

প্রসঙ্গত, বহু ঝড়-ঝাপটা পেরিয়ে মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। মা হওয়ার জন্য সারোগসির আশ্রয় নেওয়ার জন্যও অজস্র সমালোচনার শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। হাসপাতালে চিকিৎসকরা যখন মেয়ের শরীরে স্পন্দন খুঁজে পাচ্ছিলেন না কিংবা সন্তান বাঁচবে কিনা, এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছিল প্রিয়াঙ্কাকে তখনও খোঁটা শুনতে হয়েছে যে- সন্তান জন্ম দেওয়ার জন্য গর্ভ ভাড়া করেছেন তিনি। সম্প্রতি সেই বিষয়ে মুখ খুলেছিলেন ‘দেশি গার্ল’।

[আরও পড়ুন: সিনেমা ধর্মের উর্ধ্বে, ‘আমরা অমর-আকবর-অ্যান্টনি’, নিজের ‘জাত’ টেনে বড় কথা ‘পাঠান’ শাহরুখের]

তবে সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে নিক-প্রিয়াঙ্কার সন্তান ভূমিষ্ঠ হয় বাইশের জানুয়ারিতে। তাঁদের সন্তান কেমন হয়েছে দেখতে, তা নিয়ে কৌতূহলের অন্ত ছিল না। এবার শেষমেশ মেয়ের মুখ দেখালেন অভিনেত্রী মা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Priyanka chopra reveals daughter malti maries face for the first time