scorecardresearch

‘আমি অন্তর্বাস দেখতে চাই…’, পরিচালকের অভিসন্ধি বুঝতেই শুটিং ছেড়ে বেরিয়ে এলেন প্রিয়াঙ্কা!

মাত্র দুদিন পড়েই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি?

priyanka chopra, priyanka chopra bollywood, priyanka chopra abused by, priyanka chopra sexual assult, priyanka chopra news, priyanka chopra update news, প্রিয়াঙ্কা চোপড়া নিউজ, indian express entertainment news, express entertainment news, entertainment news today
প্রিয়াঙ্কা চোপড়া

তাঁকে বলিউডে দেশী গার্ল বলা হয়ে থাকে। শুধু তাই নয়, এখন তিনি কেরিয়ারে লং জাম্প মেরেছেন। হলিউডে বিরাট চর্চা তাঁকে নিয়ে। সাহসী অভিনেত্রী হিসেবেও প্রিয়াঙ্কা চোপড়ার বেশ নাম রয়েছে। কিন্তু একসময় পোশাক নিয়ে মনোমালিন্যের কারণেই সিনেমার সেট ছেড়ে বেড়িয়ে আসেন প্রিয়াঙ্কা!

তাঁকে অন্তর্বাস দেখাতে হবে… শুটিং ফ্লোরে এমনই শর্ত দিয়েছিলেন পরিচালক। বেশ অবাক হয়েছিলেন প্রিয়াঙ্কা। নিজের ইচ্ছের বিরুদ্ধে সেদিন আর কাজ করতে পারেন নি। কী ঘটেছিল আসলে? প্রিয়াঙ্কার কথায়…একটি আন্ডারকভার চরিত্রে শুটিং করতে গিয়েই এহেন বিপত্তি। জামাকাপড় খোলার নির্দেশের সঙ্গে সঙ্গে অন্তর্বাস দেখানোর কথাও বলা হয়। যদিও সেই পরিচালকের নাম তিনি জানান নি। বললেন…

“২০০২ কি ২০০৩ সাল হবে। আমি আন্ডারকভার চরিত্রে ছিলাম। একজন পুরুষকে প্রলুব্ধ করার দৃশ্য ছিল। এবং এধরনের চরিত্রে এটা খুব স্বাভাবিক। একটা দৃশ্যে আমায় পোশাক খুলতেই হত। আমি চেয়েছিলাম অনেকগুলো পোশাক পড়তে, কিন্তু পরিচালক বলেন, আমি অন্তর্বাস দেখতে চাই। নাহলে, কেউ ছবিটা দেখবে কেন?” শুধু যে প্রিয়াঙ্কাকে একথা বলেছিলেন, এমনটা নয়। বরং তাঁর স্টাইলিস্টকেও এই নির্দেশ দিয়েছিলেন। সেই মুহূর্তেই পরিচালকের অভিসন্ধি বেশ অমানবিক বলে মনে হয় তাঁর।

প্রিয়াঙ্কা সেই মুহূর্তেই সেট ছেড়ে বেরিয়ে আসেন। শুধু তাই নয়, দুদিন কাজ করার পর বাবা অশোক চোপড়ার নির্দেশে ছবিতে তাঁর জন্য যা যা খরচা হয়েছিল সবকিছু পাই পাই হিসেব করে ফেরত দেন তিনি। ফিরিয়ে দেন অগ্রিম পারিশ্রমিক। নিজের শিল্পিসত্বা বিসর্জন দিয়ে এক মুহুর্ত কাজ করেন নি প্রিয়াঙ্কা। বলেন, আমায় শুধু ওরা ব্যবহার করতে চেয়েছিল আমার শিল্পটা নয়।

উল্লেখ্য, পরে নানা ধরনের চরিত্রে তিনি অভিনয় করেছেন। এমনকি এই প্রসঙ্গে নিজের আত্মজীবনীতেও লিখেছেন তিনি। এখন লাভ এগেইন এর সাফল্য উপভোগ করতে ব্যস্ত প্রিয়াঙ্কা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Priyanka chopra said a director wants to see his lingerie during shoot