ইন্ডাস্ট্রিতে কোণঠাসা প্রিয়াঙ্কা চোপড়া। সেকারণেই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দিয়েছিলেন তিনি! জীবনের দীর্ঘ সময় বলিউডে অতিবাহিত করার পরেও তাঁকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি কাস্টিং এর ক্ষেত্রেও বিরাট সমস্যায় পড়েছিলেন তিনি। আমেরিকায় গিয়ে নতুন করে আবার শুরু করা, এখন অপেক্ষা সিটাদেল রিলিজের।
তারই মাঝে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের মুখোশ খুলে দিলেন তিনি। একেই বলিউডে একজন নেপটিজম রাজ বলে বিরক্ত সাধারণ মানুষ থেকে তারকাদের অনেকেই। কিছুটা তেমনই ইঙ্গিত দিলেন প্রিয়াঙ্কা নিজেও। সুযোগ তো অবশ্যই তবে, যোগ্যতা থাকা উচিত বলেই দাবি করেছেন দেশি গার্ল। তাঁর কথায়, “শেষ কিছুবছরে অনেক কিছু বদলেছে। ইন্ডাস্ট্রিতে অনেক বদল ঘটেছে। এখন অনেক অভিজ্ঞ লেখক, পরিচালক, অভিনেতারা রয়েছেন যারা তথাকথিত ফিল্মি পরিবার থেকে নয়। আমার সময় এরকম ছিল না। কাজের জায়গা যোগ্যতাপূর্ন হওয়া উচিত। একটা পজিটিভ ভাইব রাখা উচিত। কাস্টিং করবেন একজন কাস্টিং ডিরেক্টর, এখানে রাজনীতি – নাটক এসব না থাকলেই ভাল”।
আরও পড়ুন [ ‘পাঠান’-এর জন্য পারিশ্রমিক নেননি শাহরুখ! তুখড় বুদ্ধিতে ২০০ কোটি কামিয়েছেন একাই ]
উল্লেখ্য, প্রকাশ্যে একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, বলিউডে তাঁর বিরুদ্ধে একজোট হয়েছিলেন অনেকেই। তাঁকে কাস্ট করছিল না কেউ। নাম না করেই করণ জোহরকে দুষেছিলেন প্রিয়াঙ্কা! কিন্তু তারপরেও করণের সঙ্গে দেখা হতেই তাকে জড়িয়েও ধরেছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, এখন দলবাজি অনেকটা কমেছে। এখন কাস্টিং ক্যাম্প করে নয় বরং যোগ্যতা দেখে হয়। তিনি বললেন…
“আমি খুব উত্তেজিত এমন কিছু অভিনেতাকে দেখতে যারা লড়াই করে এই জায়গা পেয়েছেন। ফিল্মি পরিবার থেকে নয়, ভারতের নানা প্রান্ত থেকে তারা আসবেন, কাজ করবেন এটাই তো হওয়া উচিত। আমায় সত্যিই এই বিষয়টা আনন্দ দেয়। হিন্দি ছবিতে এতটা অন্যরকম পরিবেশ, দেখলেও ভাল লাগে”।
উল্লেখ্য, প্রিয়াঙ্কা বলিউডের বেশ সফল অভিনেত্রী। তবে, এখন কাজ করছেন হলিউডে। সেখানেও তাঁর বেশ নামগান। কিন্তু সিনেদুনিয়ার রাজনীতি থেকে বাঁচতেই যে তিনি মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন একথাও জানিয়েছেন অকপটে। শুধু তাই নয়, বলেছিলেন..অত বুঝেশুনে খেলতে পারি না বলেই চলে গিয়েছিলাম।