scorecardresearch

বিয়েতে তিক্ত অভিজ্ঞতা, শ্বশুরবাড়ির লোকজনদের কাণ্ডে ভয়ঙ্কর রেগেছিলেন প্রিয়াঙ্কা!

বাড়ির লোকেদের দিকে কড়া চোখে তাকিয়েছিলেন নিকও?

priyanka chopra, priyanka nick, priyanka nick marriage, priyanka nick life, priyanka nick wedding, priyanka nick photoes, nick jonas, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, প্রিয়াঙ্কা-নিক, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর
নিক-প্রিয়াঙ্কার বিয়ে…

হিন্দু এবং খ্রিস্টান দুই ধরনের নিয়মেই বিয়ে হয়েছিল নিক প্রিয়াঙ্কার। বড় সাদা গাউনে নজর কেড়েছিলেন অভিনেত্রী। আবার রাতে সব্যসাচী মুখোপাধ্যায়ের লাল পোশাকে তাঁকে লাগছিল অনন্য। কিন্তু এই বিয়ে নিয়ে তাঁর এক তিক্ত অভিজ্ঞতাও রয়েছে।

সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিও। আমেরিকার সঙ্গে এদেশের সময়ের অন্তর প্রায় ১২ ঘণ্টার। ফলেই এখানে যখন রাত, তখন সেখানে দিন। আবার এতদূর থেকে এসেছিল বরযাত্রী। তাঁর সঙ্গে হইহুল্লোড় তো রয়েছেই। অভিনেত্রীর কথায়, “যখন আমাদের হিন্দু বিয়ে হচ্ছিল, আমার শ্বশুরবাড়ির সকলেই ঘুমে ঢুলছিল। আসলেই ঘটেছিল এই ঘটনা”?

প্রিয়াঙ্কা এবং নিকের বিয়ের আসর বসেছিল বেশ রাতেই। দশটার সময়ও সাত পাক ঘোরেন নি তাঁরা। ফলেই শাস্ত্রমতে বিয়ে শেষ হতে বেশ সময় লেগেছিল। অভিনেত্রীর কথায়, “আমাদের যখন বিয়ে চলছে, আমরা দেখতে পাচ্ছি ওরা ঢুলছে। নিক বারবার ওদের দিকে তাকাচ্ছিল। ঘটনাটি তিক্ত হলেও বেশ মজার”। প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় সবসময় সক্রিয়, শুধু তাই নয়! মাঝেমধ্যেই নানা কথা প্রসঙ্গেই মজার তথ্য শেয়ার করেন।

উল্লেখ্য, হলিউড কেরিয়ারে উড়ছেন প্রিয়াঙ্কা। সিটাডেল এর পর, লাভ এগেইন ছবির প্রিমিয়ারে নজর কেড়েছিলেন তিনি। বড় সাইজের গাউন পরে মুখ থুবড়ে পড়তে পড়তেও বেচেঁছেন। এখন শুধুই তাঁকে নিয়ে চর্চা, অভিনেত্রীকে প্রশংসা করেছেন সকলেই।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Priyanka chopra said in our hindu wedding my in laws felt tired