/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/326403663_726067422237031_4345779080484364917_n.jpg)
দেশকে নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা
ভারতীয় সিনেমা তথা বলিউড নিয়ে নানা কথা বলেছিলেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়ার মন্তব্যকে ঘিরে তোলপাড় হয় বলিউডে। কিন্তু সেই প্রথম না, এর আগেও অনেকবার বলিউড কিংবা ভারতীয় সংস্কৃতিকে নিয়ে অযাচিত মন্তব্য করেই ফেঁসেছিলেন তিনি।
আন্তর্জাতিক স্তরে প্রিয়াঙ্কা চোপড়ার আনাগোনা অনেকদিনের। মেট গালা থেকে এমি অ্যাওয়ার্ডস কিংবা অস্কারের মঞ্চ-তাঁকে দীর্ঘদিন দেখা গিয়েছে গ্লোবাল সিনেমার ক্ষেত্রে। কিন্তু সেই মঞ্চেই ভারতীয় সিনেমাকে নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করেন তিনি। যার জেরেই আরও বেশি করে জলঘোলা হয় তাঁকে নিয়ে। বলিউড ছেড়ে দিয়েছেন তিনি। কিন্তু এমন কিছু বলেছিলেন সেদিন…
এম্মি অ্যাওয়ার্ডস এর মঞ্চে দাঁড়িয়েই প্রিয়াঙ্কাকে বলা হয়, বলিউড কোনও মুভ কিংবা নাচ করে দেখাতে। তারপরই প্রিয়াঙ্কা বলেন," ভারতীয় ছবির সবকিছুই বুক-পেট-কোমর"। একথা শুনেই চক্ষু ছানাবড়া সকলের। তারপরই, নিজের কোমর দুলিয়ে দেখান প্রিয়াঙ্কা। কিন্তু, দেশি গার্লের কথা শুনে রীতিমতো অবাক ভারতীয় সিনেপ্রেমীরা।
আরও পড়ুন < ‘আমি বিজ্ঞানী হইনি, এটা বিশ্বের ক্ষতি…!’ আবারও নিজেকে নিয়ে বড়াই করলেন অঙ্কুশ? >
আরও পড়ুন < এয়ারপোর্টে চিন্তিত সকলে, দৌড়াদৌড়ি পড়ে যায় শত্রুঘ্নর জন্য! কেন? ফাঁস করলেন অমিতাভ >
কিছুদিন আগেই বলিউড প্রসঙ্গে এক বিরাট মন্তব্য করেন তিনি। তাঁকে কোণঠাসা করা হচ্ছিল বলেই উল্লেখ করেন। সেকারণেই বলিউড ছেড়েছেন তিনি এমনও দাবি করেন। কিন্তু, প্রিয়াঙ্কার এই মন্তব্যের পরেই ভারতীয়দের বক্তব্য একটাই, যদি চলে গিয়ে থাকেন হলিউডে তবে ভাল করেছেন।