scorecardresearch

ভয়ঙ্কর বাজে অভ্যাস, বাড়ি থেকে বের করে দেওয়া হয় প্রিয়াঙ্কাকে!

অভিনেত্রীর কথায়, ‘শুধরে ফিরলাম…’

priyanka chopra, priyanka chopra bollywood, priyanka chopra update, priyanka chopra news, priyanka chopra bollywood, priyanka chopra left home, priyanka chopra update, প্রিয়াঙ্কা চোপড়া, বলিউড, indian express entertainment news, express entertainment news
মেয়ের অত্যাচারেই মা এই সিদ্ধান্ত নেন?

বাড়িতে উৎপাত করতেন প্রিয়াঙ্কা, সব কথার উত্তরে না বলতেন অভিনেত্রী! ফলতই তাঁকে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেন তাঁর মা! কোথায় গিয়েছিলেন তিনি?

বর্তমানে এক সন্তানের মা প্রিয়াঙ্কা, এখন অনেকটাই অতীতের আচরণের জন্য লজ্জিত। বিদেশে বড় হয়েছেন প্রিয়াঙ্কা। বাড়িতে থাকতেন মা বাবা এবং ভাই। ছোটবেলায় এতটাই জেদী ছিলেন, যে বাবার সঙ্গে নিজের নামের নেমপ্লেটে লাগাতে বাধ্য করিয়েছিলেন তিনি। কিন্তু এখানেই শেষ নয়। সবসময় মুখের আগায় লেগে থাকত না শব্দটি। যে কারণেই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন প্রিয়াঙ্কাকে!

আরও পড়ুন [ ‘শাহরুখ তো বহিরাগত…’, কিং খানের সাফল্যে জ্বলছেন বলিউড অভিনেতা ]

অভিনেত্রী বলেন, “!আমি ছোটবেলা থেকে এত্ত জেদী ছিলাম। সবকিছুতে না বলতাম। যে যা বলত, আমি না বলতাম। মা বলতে খেতে বস, আমি যা বলতাম। আমার মা একটা সময় এত রেগে যেত, যে বলার কথা নয়। ব্যাস! আমার মা কি করলেন? সঙ্গে সঙ্গে আমার মা ব্যবস্থা করলেন। লখনও তে একটি হোস্টেলে আমায় পাঠালেন, আমি ভয়ঙ্কর শুধরে ফিরলাম।”

আসলে, এক্কেবারে আদরে সন্তান ছিলেন তিনি। বাবা মায়ের সকলের বেশ আদরের ছিলেন। অভিনেত্রীর কথায়, আমার বাড়িতে আমি প্রথম মেয়ে সন্তান ছিলাম, সেই কারণেই এত ভালবাসা ছিল সবার।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Priyanka chopra said sent to hostel for my behavior